হোম > জাতীয়

‘পেট্রোবাংলা অচিরেই দেউলিয়া হয়ে যাবে’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ভর্তুকির পুরো টাকা দিচ্ছে না অর্থ মন্ত্রণালয়। আমদানিতে বছরে ৩ হজার ৫০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। অথচ ভর্তুকি লাগে প্রায় ৭ হাজার কোটি টাকা। এটি সমন্বয় করতে পেট্রোবাংলা নিজস্ব তহবিলের টাকা খরচ করছে। পাশাপাশি দুই বছরে সরকারি কোষাগারে পেট্রোবাংলা থেকে নেওয়া হয়েছে ৮ হাজার কোটি টাকা। এসব কারণে পেট্রোবাংলা অচিরেই দেউলিয়া হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব আনিছুর রহমান।

আজ শনিবার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ‘২০১৯-২০ এবং ২০২০-২১ অর্থবছরে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের আওতাধীন দুটি প্রতিষ্ঠান পেট্রোবাংলা (বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন) ও বিপিসি (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) থেকে ১৮ হাজার কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি আমরা। অথচ এলএনজি আমদানি খরচ মেটাতে বছরে ৬ থেকে ৭ হাজার কোটি টাকা লাগলেও অর্থ বিভাগ থেকে দেওয়া হচ্ছে মাত্র সাড়ে তিন হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে পেট্রোবাংলা অচিরেই দেউলিয়া হয়ে যাবে।’

‘বাংলাদেশে শিল্পের ভবিষ্যৎ জ্বালানি উৎস: এলপিজি এবং এলএনজি’ শীর্ষক আলোচনায় জ্বালানি সচিব আরও জানান, করোনা মহামারির মধ্যেও ১০ কোটি ঘনফুট গ্যাস যোগ হয়েছে জাতীয় গ্রিডে। আরও গ্যাস অনুসন্ধানে কাজ করছে বাপেক্স (বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড)।

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মোট ব্যবহারের মাত্র এক ভাগ শিল্প-কারখানায় ব্যবহৃত হচ্ছে। এলপিজির ব্যবহার বাড়াতে সাশ্রয়ী করার কাজ চলছে উল্লেখ করে সচিব আনিছুর রহমান বলেন, প্রয়োজনে এলপিজি ব্যবসার বাধা দূর করতে আইন-নীতির পরিবর্তন করা হবে।

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি

লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর নির্দেশ কেন দেওয়া হবে না—জানতে চেয়ে রুল

বিজয় দিবসে বঙ্গভবনের আশপাশের সড়ক এড়িয়ে চলার অনুরোধ ডিএমপির

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক