হোম > জাতীয়

নাগরিকদের ভ্রমণের শর্ত সহজ করতে চায় বাংলাদেশ ও ভারত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ও ভারত সরকার দুই দেশে নাগরিকদের ভ্রমণের শর্ত সহজ করতে চায়। আজ বুধবার দিল্লিতে এক সংলাপে দুই দেশের কর্মকর্তারা এ বিষয়ে আলোচনা চালিয়ে যেতে একমত হন। কনস্যুলার সংলাপ শীর্ষক এ বৈঠকে কর্মকর্তারা এ ঐকমত্যে পৌঁছান। 

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দল অনেক নাগরিকের ভারত সফরের ক্ষেত্রে ভিসা ও অন্যান্য জটিলতার অবসানে জোর দেয়। উভয় পক্ষ কনস্যুলার বিষয়ে দুই দেশের মধ্যে আইনি সহায়তা ও বন্দী প্রত্যার্পনসহ বিভিন্ন ব্যবস্থা কী করে জোরদার করা যায়, তাও আলোচনা করে। 

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রকিবুল হক। আর ভারতীয় প্রতিনিধিদলের নেতা ছিলেন—দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অনুবিভাগের যুগ্ম সচিব ড. আমান পুরি।

২০১৭ সালে চালু হওয়া কনস্যুলার সংলাপের চতুর্থ পর্ব এবার অনুষ্ঠিত হলো। সংলাপের পঞ্চম পর্ব পারস্পরিক সুবিধাজনক সময়ে ঢাকায় অনুষ্ঠানের জন্য উভয় পক্ষ একমত হয়।

নয়াদিল্লি, আগরতলা ও শিলিগুড়িতে ভিসা কার্যাক্রম বন্ধ

ভোটের জোট: আসন সমঝোতা শেষ পর্যায়ে

হামলা ও মব সহিংসতা: পুলিশের শীর্ষ পদগুলোয় রদবদল হতে পারে

নির্ধারিত সময়েই নির্বাচন হবে: মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

হিন্দুত্ববাদী বিক্ষোভের মুখে শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র বন্ধ

‎পুলিশ সদর দপ্তরে ৬ ডিআইজিকে রদবদল

এবার দিল্লি ও আগরতলায় ভিসা কার্যক্রম ‘সাময়িক বন্ধ’ করল বাংলাদেশ

হাদির ডিএনএ নমুনা সংরক্ষণে আদালতের নির্দেশ

ভোটারদের উৎসাহিত করতে জাতিসংঘের উদ্যোগে নতুন ওয়েবসাইট চালু

তারেক রহমানের প্রত্যাবর্তনে নেতা-কর্মীদের ঢাকায় আনতে চলবে ১০টি বিশেষ ট্রেন