হোম > জাতীয়

পশুখাদ্যে ভেজাল রোধে ডিসিদের সতর্ক থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পশুখাদ্যে যাতে কেউ ভেজাল মেশাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে সরকার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিন আজ বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ, নৌপরিবহন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের অধিবেশনে জেলা প্রশাসকদের এই নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম সাংবাদিকদের বলেন, মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদন ও বিপণন প্রক্রিয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেখভাল ও তদারকি করতে ডিসিদের বলা হয়েছে। কারেন্ট জাল বা অন্যান্য জাল দিয়ে মাছ ধরা বন্ধ করা, পশুখাদ্যে যাতে কেউ ভেজাল দিতে না পারে, সে বিষয়ে প্রশাসন যাতে সহায়তা করে সে জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। 

শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশে মাছ, মাংস, দুধ, ডিম উৎপাদনে একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই ধারাবাহিকতা যাতে অব্যাহত রাখা যায়, সে ক্ষেত্রে আমরা স্থানীয় প্রশাসনের সহযোগিতা চেয়েছি। বাংলাদেশ আজ বিশ্বে মিঠা পানির মাছে তৃতীয় স্থানে, ইলিশ উৎপাদনে বিশ্বের বিস্ময়। তিনি বলেন, ‘যেসব মাছ হারিয়ে গিয়েছিল, আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে সেগুলো ফিরিয়ে এনেছি। এই সাফল্যের জায়গাটা যাতে ধরে রাখতে পারি, সে বিষয়ে ডিসিদের সহযোগিতা চেয়েছি।’ 

প্রাণিসম্পদমন্ত্রী বলেন, আধুনিক শুঁটকিপল্লি করতে ডিসিরা প্রস্তাব করেছিলেন; সরকার সেই প্রস্তাব গ্রহণ করেছে। সব নৌযানকে লাইসেন্স দিতে ডিসিরা প্রস্তাব দিলেও ছোট নৌযানগুলোকে লাইসেন্স দেওয়ার আইনি কোনো বিধান নেই।

সড়ক দুর্ঘটনা: ক্ষতিপূরণ আবেদনের সময় বাড়িয়ে দ্বিগুণ করার প্রস্তাব

এনইআইআর চালু: একজনের নামে ২০০ ফোনসেট নিবন্ধন!

সংসদ নির্বাচন: আযাদ, মান্নাসহ ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল

একটি আইএমইআই নম্বরেই ৩ কোটি ৯১ লাখ স্মার্টফোন: ফয়েজ আহমদ তৈয়্যব

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন হাসপাতালে ভর্তি

‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানে গণভোটের প্রচারে সরকার

আরও একটি মেডিকেল কলেজের অনুমোদন দিল সরকার

বায়তুল মোকাররমে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

নির্বাচন ও গণভোট: কেন্দ্র বাড়ছে না, ভোটকক্ষ ও গোপন কক্ষ বাড়ছে

জাপার ৩, জামায়াতের ১ জনের প্রার্থিতা বাতিল