মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানাতে পেরে আনন্দ প্রকাশ করেছেন ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ঢাকায় তাঁর পুরোনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুব খুশি’। আজ শুক্রবার দুপুরে হযরত শাহজালাল বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি।
পরে বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর দুই দেশের এ দুই শীর্ষ নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
তাঁরা ঘনিষ্ঠতা প্রকাশ করে একই গাড়িতে চড়ে দ্বিপক্ষীয় বৈঠকের ভেন্যুতে গিয়েছিলেন।