হোম > জাতীয়

কাউকে রক্ষা বা সহায়তা করতে আসিনি: ভারতীয় হাইকমিশনার

সাভার (ঢাকা) প্রতিনিধি

আমার শেষ কর্মদিবসে আমি বলতে পারি, আমরা সর্বদা বাংলাদেশের পক্ষে থাকব, বাংলাদেশের জনগণের পক্ষে থাকব। কাউকে রক্ষা বা সহায়তা করতে আসিনি। 

এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। 

আজ শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নিজের শেষ কর্মদিবসে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন ভারতের এই বিদায়ী হাইকমিশনার। 

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার বলেন, ‘আমরা চাই বাংলাদেশি মানুষ সুখী হোক। গণতন্ত্রের উন্নয়নের পথে সফল হোক। আপনাদের গণতন্ত্র আপনাদের উন্নয়নের জন্যই। আমাদের বন্ধুত্ব শক্তিশালী, শুধু একটু প্রচেষ্টা প্রয়োজন।’ 

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন হাইকমিশনার। 

এ সময় আরও উপস্থিত ছিলেন সাভার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ঢাকায় বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন প্রণয় কুমার। দোরাইস্বামীকে যুক্তরাজ্যে হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

গুম করে নির্যাতন: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের

সুদানে ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

সিইসি ও চার নির্বাচন কমিশনারের বিশেষ নিরাপত্তা চেয়ে ডিএমপিকে ইসির চিঠি

হাদির ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানালেন রোকেয়া পদকজয়ীরা