হোম > জাতীয়

ঢাকা-বেইজিং ফ্লাইট চালাবে এয়ার চায়না, খাবার সরবরাহে বিমান

বাংলাদেশ থেকে চীনের বেইজিং রুটে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে এয়ার চায়না। শিগগিরই তারা এই রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে। এয়ার চায়না চীনের প্রধান ও জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ পরিবহন সংস্থা।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না। ফ্লাইট চালুর তারিখ চূড়ান্ত না হলেও আগামী মে মাসের মধ্যে তারা ফ্লাইট চালাতে পারে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, এয়ার চায়না বাংলাদেশে ফ্লাইট পরিচালনার চূড়ান্ত অনুমোদন পেয়েছে। শিগগিরই তারা ঢাকা-বেইজিং রুটে ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে।

এদিকে ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েই বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারকে (বিএফসিসি) ফ্লাইটে খাবার সরবরাহের বিষয়টি জানিয়েছে এয়ার চায়না। খাবারের উন্নত মান ও এই রুটে অধিকাংশ যাত্রী বাংলাদেশি হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে বলে বিএফসিসিকে জানিয়েছে তারা।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানা যায়, এয়ারলাইনসটিতে বোয়িং–৭৩৭, ৭৪৭, ৭৭৭, ৭৮৭, এয়ারবাস-এ৩১৯, এ৩২০, এ৩২১, এ৩৩০, এ৩৫০ এবং চীনের কোমাক বিমান প্রতিষ্ঠানের একটি এআরজে-২১ মডেলেরসহ মোট ৪০৬টি উড়োজাহাজ রয়েছে।

বাংলাদেশ থেকে বর্তমানে গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং বেসরকারি সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস। পাশাপাশি চীনের চায়না ইস্টার্ন ও চায়না সাউদার্ন এয়ারলাইনস বাংলাদেশিদের চীনে নিয়ে যাচ্ছে।

বেবিচক সূত্রে আরও জানা গেছে, এয়ার চায়নার পাশাপাশি বাংলাদেশে ফ্লাইট পরিচালনায় আগ্রহ প্রকাশ করেছে ব্রুনেইয়ের রাষ্ট্রীয় বিমান সংস্থা রয়্যাল ব্রুনেই এয়ারলাইনস। কিছুদিনের মধ্যে তারাও ফ্লাইট পরিচালনার আবেদন করবে।

হাদির মৃত্যুতে শোকাহত ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস

হাদির মৃত্যুতে ব্রিটিশ হাইকমিশনের শোক

হাদির শহীদি মৃত্যুকে কেন্দ্র করে সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা জুলাইয়ের চেতনার পরিপন্থী: সংস্কৃতি উপদেষ্টা

গণমাধ্যমে হামলা ও ময়মনসিংহে নৃশংসতায় জড়িতদের ছাড় দেওয়া হবে না, সরকারের বিবৃতি

প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ

ভারতীয় পণ্য বয়কটের ডাক শাহবাগ থেকে

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক