হোম > জাতীয়

সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে হজ করতে গিয়ে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। চার হজযাত্রীর মৃত্যুর বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে, মারা যাওয়া চার বাংলাদেশি হচ্ছেন জয়পুরহাট সদরের হেলাল উদ্দিন মোল্লা (৬৩)। তাঁর পাসপোর্ট নম্বর ইই ০৩৮৫৩৭৬; কুমিল্লা আদর্শ সদরের রামুজা বেগমের (৫৪), পাসপোর্ট নম্বর বিডব্লিউ ০৮৪৩৩২৮; নোয়াখালীর চৌমুহনী এলাকার নুরুল আমিন (৬৪), পাসপোর্ট নম্বর ইএফ ০৭৫৮০০৬; চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির (৬০), পাসপোর্ট নম্বর এ০১০১২২২৮। তবে তাঁদের মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। 

এদিকে হজযাত্রায় ভোগান্তির অভিযোগ পেয়ে দুই এয়ারলাইনসকে সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীন স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদিয়া এয়ারলাইনসের শিডিউল ফ্লাইটে প্রায় প্রতিদিনই মদিনাগামী হজযাত্রীদের জেদ্দায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখান থেকে ৪৫০ কিলোমিটার দূরের মদিনায় তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে সড়কপথে। দীর্ঘ বিমান ভ্রমণের পর আবার এত দূরের পথ সড়কে পাড়ি দিতে গিয়ে অবর্ণনীয় ভোগান্তিতে পড়ছেন হজযাত্রীরা। এমন কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশকে অনুরোধ জানায় সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। সে পরিপ্রেক্ষিতেই মদিনাগামী কোনো হজযাত্রীকে যেন জেদ্দাগামী বিমানে না পাঠানো হয়, দুটি এয়ারলাইনসকে সেই নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 

হজযাত্রীদের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে ছেড়ে যায় গত ৫ জুন। এই হজ ফ্লাইট চলবে ৪ জুলাই পর্যন্ত। এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২৪টি হজ ফ্লাইট পরিচালনা করেছে, সৌদি এয়ারলাইনস ১৩টি এবং পাঁচটি ফ্লাইট পরিচালনা করেছে ফ্লাইনাস। আর চাঁদ দেখা সাপেক্ষে এ বছর পবিত্র হজ পালিত হবে আগামী ৮ জুলাই।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন