হোম > জাতীয়

কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে গ্রেপ্তার ৫৫০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন ছিল আজ বৃহস্পতিবার। এই বিধিনিষেধ অমান্য করায় রাজধানীতে গ্রেপ্তার করা হয়েছে ৫৫০ জনকে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, কঠোর বিধিনিষেধ অমান্য করে কোনো কারণ ছাড়াই বের হওয়ার কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ২৭৪টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। রেকারিং করা হয়েছে ৭৭টি গাড়িকে। আর একই কারণে ছয়টি গাড়ি জব্দ করা হয়েছে।

ডিএমপি জানায়, কঠোর লকডাউনের প্রথম দিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেয়। এ সময় কারও কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনে মামলা করা হয়। 

লকডাউন কার্যকরে রাস্তায় ছিল ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্যের জন্য ২১২ জনকে সাজা দিয়েছেন আদালত। পাশাপাশি মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ৩৯১ জনকে। ডিএমপির ক্রাইম ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জরিমানা আদায় করা হয়েছে ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা। 

এদিকে র‍্যাব সদর দপ্তর থেকে জানানো হয়, প্রথম দিনে বিধিনিষেধ অমান্য করায় সারা দেশে পরিচালিত ৪০টি ভ্রাম্যমাণ আদালতে ১৮২ জনকে মোট ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা জরিমানা করা হয়েছে। এ দিন র‍্যাবের ১৫৭টি টহল ও ১০৮টি চেকপোস্ট রাস্তায় ছিল। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‍্যাবের পক্ষ থেকে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনা মূল্যে মাস্ক বিতরণ করা হয়। 

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এবারও কলকাতা বইমেলা থেকে বাংলাদেশ বাদ, থাকছে না যুক্তরাষ্ট্রও

ইসিতে বিএনপির অভিযোগ: জামায়াত, এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কবার্তা

স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে রাজশাহীর ডিসিকে বিভ্রান্তিকর বার্তা, গ্রেপ্তার ১

এক মাসে ক্রোক ও অবরুদ্ধ ২৪০০ কোটি টাকার অবৈধ সম্পদ

আগামীকাল থেকে আরও ৮ জেলায় ই-বেইলবন্ড চালু

পদ্মা সেতুর টোল আদায় ৩ হাজার কোটি ছাড়াল

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের থাইল্যান্ড যাওয়ার অনুমতি নামঞ্জুর