হোম > জাতীয়

৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো পলাতক: কারা মহাপরিদর্শক

আজকের পত্রিকা ডেস্ক­

কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে কথা বলছেন কারা মহাপরিদর্শক। ছবি: সংগৃহীত

গত ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে ২ হাজার ২০০ জন কারাবন্দী পালিয়েছিল। এর মধ্যে ৭০ জঙ্গিসহ ৭০০ বন্দী এখনো পলাতক রয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

আজ বুধবার সকালে কারা সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কারা মহাপরিদর্শক বলেন, গত ৫ আগস্ট ২ হাজার ২০০-র বেশি বন্দী কারাগার থেকে পালিয়েছিল। এর মধ্যে ১ হাজার ৫০০ জনকে পরবর্তীতে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। জঙ্গি অভিযোগে কারাগারে থাকা ৭০ জন এখনো পলাতক রয়েছে। কারাগারে থাকা শীর্ষ সন্ত্রাসীদের ১১ জন জামিনে মুক্ত হয়েছেন। জঙ্গি অভিযোগে কারাগারে থাকা ১৭৪ জন মুক্তি পেয়েছেন।

মহাপরিদর্শক দেশের ১৭ কারাগার ঝুঁকিপূর্ণ জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে মোট ৬৯টি কারাগার রয়েছে। এর মধ্যে ১৭টি কারাগার অনেক পুরোনো ও ঝুঁকিপূর্ণ। এগুলোর মেরামত করা দরকার।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে দেশের কারাগারগুলোতে কারাবন্দীর ধারণক্ষমতা ৪২ হাজার। সেখানে কারাবন্দীর সংখ্যা ৬৫ হাজার। ধারণক্ষমতার চেয়ে ২৩ হাজার বন্দী বেশি রয়েছে।

নরসিংদীসহ দেশের কারাগারের নিরাপত্তার বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেন, কারাগারের নিরাপত্তার বিষয়ে একটি অবকাঠামোগত দুর্বলতা ছিল। আরেকটি বহিঃনিরাপত্তা, যেটি পুলিশ সদস্যরা দিয়ে থাকেন। এ ছাড়া কারা অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিও রয়েছে।

দেশের বিভিন্ন কারাগারে হামলার সময় কারা অধিদপ্তরের ২০১ জন কর্মকর্তা আহত হয়েছেন। তাঁদের অনেককেই সহযোগিতা করেছেন বলে জানান কারা মহাপরিদর্শক।

কারা অধিদপ্তরের লোগো পরিবর্তন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন মহল থেকে লোগো পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে তা পরিবর্তন করা হবে।

মধ্যরাতে প্রাথমিকের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, রোববার থেকে বার্ষিক পরীক্ষা

ব্যালটের নিরাপত্তাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন এসপিরা

বিএনপির আপত্তি তোলা দুই অধ্যাদেশে উপদেষ্টা পরিষদের অনুমোদন

জিয়া পরিবারের আর কেউ ভিভিআইপি সুবিধা পাবে না: রিজওয়ানা হাসান

পোস্টাল ভোট গণনায় সংশোধনী ও পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন

সেনাপ্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আগামী নির্বাচনে দায়িত্ব পালন হবে ঐতিহাসিক—নতুন এসপিদের প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, জানাল কাতার সরকার

তফসিল নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ ১০ ডিসেম্বর

নির্বাচনে পুলিশকে নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার