যেকোনো জায়গায় যেভাবেই আগুন লাগুক না কেন, প্রথম মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। তারপর নিরাপদ জায়গা খুঁজে নিয়ে সেখানে যান এবং সেখান থেকে বের হওয়ার সম্ভাব্য পথগুলো নিয়ে ভাবুন।
আগুন লাগলে যা করবেন না—
প্রশিক্ষণ না থাকলে আগুন নেভাতে যাবেন না। বরং নিরাপদ জায়গায় চলে যান। ছবি: পেক্সেলস- ঘাবড়ে যাবেন না।
- দৌড় দেবেন না।
- হুড়োহুড়ি করলে আহত হওয়ার আশঙ্কা বাড়ে।
- কাপড়ে আগুন লেগে গেলে দৌড়াবেন না। তাতে বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়বে। তাই পোশাকে আগুন লাগলে যত দ্রুত সম্ভব মাটিতে শুয়ে পড়ুন। এরপর দুই হাত দিয়ে মুখ ঢেকে গড়াগড়ি করতে থাকুন যতক্ষণ না আগুন নিভে যায়।
- লিফট ব্যবহার করবেন না। আগুন বা বিদ্যুৎ বিভ্রাটের কারণে লিফট আটকে যেতে পারে।
- প্রশিক্ষিত না হলে ঝুঁকি নিয়ে আগুন নেভাতে যাবেন না।
- ভুল তথ্য বা গুজব ছড়াবেন না।
- ৯৯৯-এ কল করে সঠিক তথ্য জানান।
- বিদ্যুতের আগুনে বা তেলজনিত আগুনে পানি ছিটাবেন না। এতে আগুন আরও ছড়াতে পারে।
- পেছনে ফিরে কিছু নিতে যাবেন না। আগুন লাগার সময় প্রিয় জিনিস নিতে ঘরে ফিরে যাওয়া বিপজ্জনক।
- আগুন না নেভা পর্যন্ত বাড়ির ভেতর আবার ঢোকার চেষ্টা করবেন না।
সূত্র: ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯