হোম > জীবনধারা > জেনে নিন

গরমে সুগন্ধি ব্যবহার করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক

এই গরমে গোসলের পর বা ঘর থেকে বেরোনোর আগে একটুখানি সুগন্ধি মেখে না নিলেই নয়। বাইরে যখন গরম হাওয়া বইছে, তখন এই প্রসাধনীর প্রয়োজনটা একটু বেশিই বৈকি! ড্রেসিং টেবিলের অত্যাবশ্যক এই প্রসাধনী কেনার সময় কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সব সময় ব্যবহারের জন্য খুব কড়া সুগন্ধি না কেনাই ভালো। শুধু রাতের অনুষ্ঠানে ব্যবহারের জন্য কড়া সুগন্ধি সংগ্রহে রাখা যেতে পারে।  

কিছু কিছু ফ্লেভারের সুগন্ধির দাম একটু বেশি হয়। যেমন আপনি যদি জেসমিন ফ্লেভারের সুগন্ধি কিনতে চান, তবে একটু দাম দিয়েই কিনতে হবে। কারণ, পাঁচ মিলিয়ন জেসমিন ফুল থেকে তৈরি হয় মাত্র এক কিলোগ্রাম তেল! তারপরই তৈরি হয় আপনার পছন্দের সুগন্ধি। তবে সুলভ মূল্যে যদি এই সুগন্ধি পেয়ে যান, তাহলে বুঝতে হবে তা খাঁটি নয়।

অফিসে যদি কখনো ঘুম ঘুম লাগে, তাহলে বুঝতে হবে গোলাপের সুবাসযুক্ত সুগন্ধি ব্যবহার আপনাকে ছাড়তে হবে। সে ক্ষেত্রে কর্মস্থলে আসার আগে গোলমরিচের নির্যাস রয়েছে এমন সুগন্ধি স্প্রে করে নিন।

কেনার সময় সুগন্ধির বোতলের ছিপিতে যে ঘ্রাণ পাওয়া যায়; গায়ে মাখার পর ঠিক সেই ঘ্রাণ পাওয়া যায় না। এর কারণ, আমাদের ত্বকে যে ব্যাকটেরিয়া রয়েছে, তা সুগন্ধির আসল সুবাসকে বদলে দেয়।  

সুগন্ধির বোতল তাপ ও সূর্যালোক থেকে দূরে রাখুন। ঠান্ডা ও অন্ধকার জায়গায় ভালো থাকবে আপনার প্রিয় সুগন্ধি।

সূত্র: গুড হাউস কিপিং

রান্নাঘরের আগুন থেকে সতর্ক হবেন যেভাবে

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

দীর্ঘদিন কলা টাটকা রাখার উপায়

বাসন ধুতে গিয়ে হাত শুষ্ক হওয়া ঠেকাতে বেছে নিন ডিশওয়াশিং লিকুইডের প্রাকৃতিক বিকল্প

আজকের রাশিফল: বিদেশ থেকে কোনো ভালো খবর আসবে, সবকিছুতে যুক্তি খুঁজতে নেই

পরিচিত এই ১০ নারীর সম্পদের পরিমাণ জানলে চমকে যাবেন

রাইস কুকার ব্যবহারের ভুল ও সতর্কতা

আজকের রাশিফল: অফিসের বস বেশি খাটিয়ে ক্রেডিট নিয়ে যাবে, ব্যবসায় মন্দা

অবসরজীবন আরামে কাটাতে চান? জেনে নিন কোন দেশে কী সুবিধা

ফ্রিজে কেমন খাবার রাখবেন, ঠান্ডা নাকি গরম