সকাল ৯টায় শিডিউল হবে
বর্ষাকালে কাপড় যেমন বেশি ময়লা হয়, তেমনি কাপড় ধুয়ে ঠিকঠাক শুকানোও একটা ঝামেলার ব্যাপার। টানা বৃষ্টির দিনগুলোতে যেহেতু রোদের দেখা মেলে না, তাই বাতাসে আর্দ্রতা বেশি থাকে। যাদের বাড়িতে বারান্দার সংখ্যা কম বা থাকলেও বারান্দায় বৃষ্টির ছাট আসে, তাদের এই ভেজা কাপড় শুকানোর কষ্টটা অনেক বেশি। ফলে অধিকাংশই ঘরের ভেতর দড়ি টাঙিয়ে ফ্যানের বাতাসে কাপড় শুকাতে দেন। এভাবে জামাকাপড় শুকালে একটা স্যাঁতসেঁতে ভাব থেকে যায়। আর ভেজা গন্ধের আর্দ্র পোশাক দিনের পর দিন পরলে ত্বকে ছত্রাকের সংক্রমণ দেখা দিতে পারে। টানা বৃষ্টির দিনগুলো কাপড় ধোয়া ও শুকানোর কিছু নিয়ম মেনে চললে কাপড়ে স্যাঁতস্যাঁতে ভাব ও গন্ধ কিছুটা হলেও কমানো সম্ভব হবে।
দেখে নিন প্রক্রিয়াগুলো
শুকানোর উপায়
সারা দিন যদি বাড়িতে কেউ না থাকে, তাহলে শোয়ার ঘর ছাড়া যেকোনো একটি ঘরে দড়ি টাঙিয়ে সব ভেজা কাপড় মেলে দিন। ফ্যানের বাতাসে সারা দিনে কাপড় শুকিয়ে যাবে। বিকেল বা সন্ধ্যায় বাড়ি ফিরে ঘরের দরজা-জানালা খুলে দিন। এতে ঘরের গুমোট ভাব কেটে যাবে। কাপড়ে হালকা স্যাঁতসেঁতে ভাব থাকলে ভালো করে ইস্তিরি করে নিন। এতে পোশাকের আর্দ্র ভাবও চলে যাবে, আবার জীবাণুও মরবে।