হোম > জীবনধারা > জেনে নিন

বিশাল প্রমোদতরি কিনলেন মার্ক জাকারবার্গ

নিজের জন্য ৩০ কোটি ডলার মূল্যের প্রমোদতরি কিনেছেন মেটা প্ল্যাটফর্মের সিইও ও বিলিয়নিয়ার মার্ক জাকারবার্গ। লঞ্চপ্যাড নামের ২৮৭ ফুট লম্বা এ প্রমোদতরিটি কয়েক দিন আগেই আমেরিকা এসে পৌঁছেছে বলে জানায় মার্কিন সংবাদমাধ্যম দ্য সান ও নিউইয়র্ক পোস্ট। 

প্রমোদতরিটির বিষয়ে মেটা প্ল্যাটফর্মস ও জাকারবার্গের মুখপাত্রের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়। বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি জাহাজটি এর প্রথম আনুষ্ঠানিক যাত্রা সম্পন্ন করেছে। ছবিতে গাঢ় নীল রঙের লঞ্চপ্যাডে একাধিক ডেক দেখা যায়। 

প্রমোদতরিটির ওজন পাঁচ হাজার টন হতে পারে বলে অনুমান করছে সুপারইয়াট টাইমস। এটি ২৪ নট গতিতে চলতে পারে বলে জানা গেছে। নেদারল্যান্ডসের সুপরিচিত প্রমোদতরি নির্মাতা ফেডশিপ এই সুপারইয়ট তৈরি করেছে। 

বোট ইন্টারন্যাশনালের মতে, বর্তমানে ১০০ মিটারের বেশি দীর্ঘ মাত্র ৭০টি মোটর ইয়ট রয়েছে। অন্য প্রমোদতরিগুলোর কয়েকটি অন্যান্য বিলিয়নিয়ারের কাছে আছে বলে ধারণা করা হয়। 

দ্য সানের প্রতিবেদন অনুসারে, ১১৮ মিটার দীর্ঘ এই লঞ্চপ্যাডটি কিনতে ৯ অঙ্কের অর্থ খরচ করেছেন জাকারবার্গ। তবে নিজের জন্য এমন ব্যয়বহুল উপহার কিনতে যথেষ্ট পরিমাণে সম্পদের পাহাড়ও তৈরি করেছেন তিনি। ফোর্বস বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্তও জাকারবার্গের সম্পদের মোট মূল্য ছিল ১৭ হাজার ৮০০ কোটি। 

ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও থ্রেডসের করপোরেট প্যারেন্ট মেটা প্ল্যাটফর্ম রয়েছে তাঁর। প্রায় ২০ বছর আগে তিনি ফেসবুক প্রতিষ্ঠা করেন। গত ফেব্রুয়ারিতে তিনি ফেসবুকে লেখেন, ‘২০ বছর আগে আমি একটি জিনিস তৈরি করেছিলাম। এ পথচলায় অনেকে আমাদের সঙ্গে জড়িত হয়েছিল এবং একসঙ্গে আমরা আরও অনেক অসাধারণ জিনিস তৈরি করেছি। আমরা এখনো কাজ করে যাচ্ছি এবং আমাদের সেরাটা দেওয়া এখনো বাকি।’

কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্সকে মেটা প্ল্যাটফর্মের দীর্ঘমেয়াদি ফোকাস হিসেবে চিহ্নিত করেছেন তিনি।

আজকের রাশিফল: অফিসের বস বেশি খাটিয়ে ক্রেডিট নিয়ে যাবে, ব্যবসায় মন্দা

অবসরজীবন আরামে কাটাতে চান? জেনে নিন কোন দেশে কী সুবিধা

ফ্রিজে কেমন খাবার রাখবেন, ঠান্ডা নাকি গরম

আজকের রাশিফল: মৌনব্রত পালন করুন, মা-বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন

ইলেকট্রিক হিটার কেনার আগে জেনে নিন

তারুণ্য ধরে রাখার গোপন চাবিকাঠি কি তবে কোকোতে আছে

বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীরা জীবনধারায় যে বদল এনেছেন

আজকের রাশিফল: স্ত্রীর সাহায্যে অর্থভাগ্য খুলবে, তাই ভক্তি বাড়ান

বিশ্বজুড়ে দ্বিতীয় পাসপোর্ট নেওয়ার প্রবণতা বাড়ছে

আজকের রাশিফল: প্রাক্তনের মেসেজ পেয়ে হার্টবিট বেড়ে যাবে, কিন্তু বয়স তো বাড়ছে