হোম > জীবনধারা > জেনে নিন

চিরুনি বেছে নিন চুলের ধরন বুঝে

ফিচার ডেস্ক

ছবি: পেক্সাবে

কারও পছন্দ হাতলওয়ালা চিরুনি আবার কারও পছন্দ চিকন দাঁতের। একসময় হাতির দাঁতের চিরুনি তৈরি হতো। শঙ্খ দিয়ে তৈরি চিরুনির কথাও শোনা যায়। তবে সেসব দিন গত হয়েছে। এখন বেশির ভাগ চিরুনি তৈরি হয় প্লাস্টিক থেকে। কখনো দেখা যায় কাঠের চিরুনিও। কিন্তু কোন চিরুনি আপনার চুলের উপযোগী, সেটা না জেনে ব্যবহার করলে চুলের ক্ষতি হতে পারে।

কোন চুলে কেমন চিরুনি

  • লম্বা চুলের অধিকারীরা প্যাডল ব্রাশ ব্যবহার করলে সুবিধা পাবেন। এতে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত চুল আঁচড়ে নেওয়া যায় সহজে। জট ছাড়ানোও সহজ হয়। অন্যদিকে এমন চুলে চিকন দাঁতের চিরুনি চালিয়ে দিলে চিরুনির দাঁতে চুল জড়িয়ে ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকে।
  • ববকাট সিল্কি চুলে অনায়াসে যেকোনো ধরনের চিরুনি ব্যবহার করতে পারেন। এ ধরনের চুলে র‍্যাট টেইল হেয়ার ব্রাশ, রাউন্ড হেয়ার ব্রাশসহ সব চিরুনি ব্যবহারের উপযোগী।
  • যদি আপনার চুল কোঁকড়া হয়, তাহলে তা চওড়া দাঁতের চিরুনি দিয়ে আঁচড়ান। যদি জট পাকিয়ে যায়, তাহলে চুলের মাঝখানে সিঁথি কেটে চুল দুই ভাগ করে নিন। এই দুই ভাগকে আবার চার ভাগ করুন। এবার আস্তে আস্তে চিরুনি চালিয়ে জট ছাড়িয়ে নিন।
  • সোজা চুলের জন্য সবচেয়ে ভালো প্যাডল ব্রাশ।
  • চুলে ভাঙন ধরার সমস্যা থাকলে প্যাডল ব্রাশই ব্যবহার করা নিরাপদ।

সবুজ পৃথিবীর জন্য ২০২৬: নতুন বছরে কিছু পরিবেশবান্ধব সংকল্প নিন

জেন-জি প্রজন্ম কি আসলে ভীত?

আজকের রাশিফল: প্রেমের সম্ভাবনা নষ্ট করবে অহংকার, সময় নিয়ে দাঁত মাজুন

২০২৬-এর ডায়েট রেজল্যুশন: নতুন বছর শুরু হোক টেকসই অভ্যাস নিয়ে

মাথার ওপর মরুকরণ: কেন বিশ্বজুড়ে কমছে পুরুষের চুলের ঘনত্ব

আজকের রাশিফল: ভুঁড়িটা বাড়ছে—শরীরের দিকে নজর দিন, প্রাক্তনের মেসেজে রিপ্লাই দিলে বিপদ

রান্নায় অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার কতটা নিরাপদ বা কতটা ঝুঁকি

জাপানিরা কেন কাঁচা ডিম খায়!

কোন খাবারে কীভাবে রসুন ব্যবহার করবেন, জেনে নিন

নারী ও পুরুষের মস্তিষ্ক কি আসলেই আলাদা? গবেষকেরা কী বলছেন