হোম > জীবনধারা > জেনে নিন

কোন কাপড় থেকে কীভাবে রক্তের দাগ তুলবেন

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

কোরবানির ঈদে পশু জবাই এবং মাংস কাটাকাটির ফলে কাপড়ে রক্তের দাগ লেগে যাওয়া স্বাভাবিক বিষয়। তবে এই দাগ তোলার জন্য কাপড়ভেদে আলাদা উপায় আছে। ঘরোয়া উপকরণ ব্যবহার করেই কাপড় থেকে রক্তের দাগ তোলা সম্ভব।

সুতি

সাদা বা হালকা রঙের সুতি কাপড়ে রক্তের দাগ লাগলে এক লিটার পানিতে আধা কাপ বেকিং সোডা এবং দুই টেবিল চামচ ডিশ ওয়াশিং লিকুইড একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণে কাপড় ভিজিয়ে রাখতে হবে আধা ঘণ্টার মতো। তারপর সাধারণ নিয়মে কাপড় ধুয়ে ফেলুন।

ভিসকস

প্রথমে কাপড়ে দাগযুক্ত স্থানটি পানি ও ব্রাশ দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। এরপর এক টুকরো লেবু নিয়ে দাগের জায়গায় ঘষে ১৫ মিনিট রেখে দিন। এবার একটি পাত্রে অর্ধেক লেবুর রস, দুই টেবিল চামচ লবণ ও আধা কাপ ঠান্ডা পানি মিশিয়ে সল্যুশন তৈরি করুন। সল্যুশনটিতে কাপড়ের দাগযুক্ত অংশ ভিজিয়ে ২০ মিনিট রেখে দিন। সবশেষে ডিটারজেন্ট দিয়ে স্বাভাবিক নিয়মে কাপড় ধুয়ে নিন।

সিল্ক

সিল্কের কাপড়ে রক্তের দাগ লাগলে এক কাপ পানিতে ১ টেবিল চামচ লবণ মেশান। এবার একটি স্পঞ্জ দিয়ে দাগযুক্ত জায়গা কয়েকবার লবণপানি দিয়ে ঘষে নিন। এবার পানি দিয়ে কাপড়টি সাধারণ নিয়মে ডিটারজেন্ট দিয়ে আলতো করে কেচে ধুয়ে নিতে হবে।

জর্জেট

ট্যালকম পাউডার ও পানি দিয়ে ঘন পেস্ট তৈরি করে কাপড়ের দাগের ওপর লাগিয়ে নিন। এবার পেস্টটি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কাপড়ে পাউডারের পেস্ট শুকিয়ে গেলে ব্রাশ দিয়ে আলতো করে ঘষে উঠিয়ে ফেলুন। তারপর তরল ডিটারজেন্ট দিয়ে সাধারণ নিয়মে কাপড় ধুয়ে নিলেই রক্তের দাগ চলে যাবে।

সূত্র: গুড হাউস কিপিং, টিন ভোগ ও অন্যান্য

কেনাকাটার জন্য যে দেশে নাগরিকদের দেওয়া হচ্ছে নগদ অর্থ

আজকের রাশিফল: ফেসবুকে জ্ঞান ঝাড়বেন না— বন্ধুরা জানে আপনি কপি মাস্টার, স্ত্রীর কথা শুনুন

ডেটি ডিসেম্বর: বিশ্বের অন্যতম বড় উৎসব

আজকের রাশিফল: প্রেমে বিয়ের কথা বললেই ব্লক খাবেন, দুঃখের পোস্টে হা হা পাবেন

আপনার কি শুধুই দেরি হয়ে যায়? জেনে নিন বিজ্ঞান কী বলছে

সব চর্বি কি সবার জন্য সমান ক্ষতিকর

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে বিয়ে আর ঋণ—দুটাই সমান বিপজ্জনক

বেকিং করতে কোন খাবারে কোন ময়দা

আজকের রাশিফল: ফুচকায় ঝাল কম দিতে বলুন, বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা

গম্বুজ তলে শব্দের মেলা, পাঁচ পাঠাগারের কাব্যিক অভিযাত্রা