হোম > চাকরি > সরকারি

ঢাকা ওয়াসার লিখিত পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ২৩২১৯

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

ঢাকা ওয়াসার লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৪ জুলাই দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ২৩ হাজার ২১৯ জন প্রার্থী অংশ নেবেন। প্রতিষ্ঠানটির সচিব মো. মশিউর রহমান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম শিফটে অনুষ্ঠিত হবে ৫টি পদের পরীক্ষা। এগুলো হলো সহকারী প্রকৌশলী (সিভিল বা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল), সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (নেটওয়ার্ক), রাজস্ব কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, হিসাবরক্ষক।

দ্বিতীয় শিফটে হবে ৭টি পদের পরীক্ষা। এগুলো হলো সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (হার্ডওয়‍্যার), স্বাস্থ্য কর্মকর্তা, উপসহকারী প্রকৌশলী, সহকারী সচিব, অডিটর, গবেষণা সহকারী ও নার্স বা মেডিকেল অ্যাটেনডেন্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে প্রথম শিফটে সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত ও দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাছাই করা প্রার্থীদের অনুকূলে লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হয়েছে।

এতে আরও বলা হয়, প্রার্থীদের প্রবেশপত্র ওয়াসার ওয়েবসাইট থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। এ ছাড়া প্রার্থীদের আসনবিন্যাস লিখিত পরীক্ষা গ্রহণের আগেই ঢাকা ওয়াসার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক: পেছাল প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা

৪৬তম বিসিএস: বুধ ও বৃহস্পতিবারের মৌখিক পরীক্ষা স্থগিত

বাংলাদেশ স্কাউটসে চাকরির সুযোগ

চাকরির সুযোগ দেবে শিল্পকলা একাডেমি

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি

ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ

সমরাস্ত্র কারখানার পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬২

ঢাকা মেডিকেলে ১৪ গ্রেডে চাকরির সুযোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯ জনের চাকরির সুযোগ

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি