হোম > ইসলাম

পাপের পর হতাশা নয়, দরকার ক্ষমা প্রার্থনা

আবরার নাঈম 

ছবি: সংগৃহীত

শয়তান মানুষের চির শত্রু। প্রতিটি মুহূর্তে তার সঙ্গে শত্রুর মতোই আচরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরাও তাকে শত্রু হিসেবেই গণ্য কর।’ (সুরা ফাতির: ৬)।

যদি কোনো মোমিন বান্দা নিজের অনিয়ন্ত্রিত নফসের প্ররোচনায় গুনাহে লিপ্ত হয় এবং পরক্ষণেই নিজের কৃত ভুলের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দেবেন। কারণ শিরক ছাড়া বান্দার ছোট-বড় যেকোনো পাপের জন্য ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেন। আর শিরক খাঁটি তাওবা ছাড়া মাফ হয় না।

এ প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরিক করা ক্ষমা করবেন না। তবে এ ছাড়া অন্যান্য গুনাহ; যার জন্য ইচ্ছা ক্ষমা করবেন।’ (সুরা নিসা: ৪৮)

গুনাহের পর অনেকে নিরাশ হয়ে যায়। তাই আল্লাহ বলেন, ‘হে আমার সেই বান্দারা—যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করে দেবেন। তিনি তো অতি ক্ষমাশীল, ও পরম দয়ালু।’ (সুরা জুমার: ৫৩)

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, ‘আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল ও পরম দয়ালু।’ (সুরা নিসা: ১০৬)

শুধু তাই নয়, দয়ালু আল্লাহ তাঁর ক্ষমার দুয়ার খুলে দিয়ে বলেন, ‘যে কেউ মন্দ কাজ করবে অথবা নিজের ওপর জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে—সে আল্লাহকে পাবে অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। (সুরা নিসা: ১১০)

গুনাহগার বান্দাদের তাঁর ঘোষণা, ‘আমি বলেছি তোমরা আপন রবের কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল।’ (সুরা নুহ: ১০)

তাই আমাদের উচিত, ইচ্ছা-অনিচ্ছায় কখনো কোনো ভুল হয়ে গেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তিনি তো ক্ষমাপ্রার্থী বান্দাকেই বেশি পছন্দ করেন।

পবিত্র কাবায় শিশুদের নিরাপত্তায় বিনা মূল্যে ‘সেফটি ব্রেসলেট’

চার দশক বুখারি শরিফ পড়ানো শায়খুল হাদিস মাহবুবুল হক কাসেমীর ইন্তেকাল

তাবলিগের প্রবীণ মুরব্বি হাজি সেলিমের ইন্তেকাল

ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা ও পরকালীন পুরস্কার

আজকের নামাজের সময়সূচি: ১৫ ডিসেম্বর ২০২৫

নির্বাচনের কারণে এগিয়ে এল কওমি মাদ্রাসার কেন্দ্রীয় পরীক্ষা

শুরু হচ্ছে পুষ্টি ভার্সেস অব লাইট সিজন-২ কোরআন প্রতিযোগিতা

প্রবীণ সুফি পীর জুলফিকার আহমদ নকশবন্দি আর নেই

অপমৃত্যু থেকে রক্ষা করে যে আমল

আজকের নামাজের সময়সূচি: ১৪ ডিসেম্বর ২০২৫