হোম > ইসলাম

সত্যবাদিতার ৫ পুরস্কার

হুসাইন আহমদ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক

সত্য কথা বলা উন্নত মানবিক গুণ। সত্যবাদিতায় মানুষের মন সুন্দর হয়; কল্যাণকর ও পরিতৃপ্ত হয়। আর মিথ্যায় কোমল হৃদয় অস্থির হয়; দ্বিধার দরজা খুলে যায়। ধীরে ধীরে মন শক্ত ও নষ্ট হয়। ফলে মানুষ গুনাহের পথে ধাবিত হয়। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘যে কাজে মনে সন্দেহ হয়, তা ছেড়ে দিয়ে সন্দেহমুক্ত কাজ করো। কেননা সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮)

সত্যবাদিতার জন্য রয়েছে অসংখ্য পুরস্কার। এখানে পাঁচটি তুলে ধরা হলো—

» সত্যবাদিতা পুণ্যের পথে পরিচালিত করে। রাসুল (সা.) বলেন, ‘নিশ্চয়ই সত্য মানুষকে পুণ্যের পথ নির্দেশ করে।’ (আল-জামিউ বাইনাস সাহিহাইন: ২৮৭) 

» কিয়ামতের দিন সত্যবাদী উপকৃত হবে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে।’ (সুরা মায়িদা: ১১৯) 

» সত্য অন্তরকে প্রশান্ত করে। ফলে সত্যবাদী সুখী ও তৃপ্ত হয়। রাসুল (সা.) এরশাদ করেছেন, ‘সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত।’ (তিরমিজি: ২৫১৮) 

» সত্যের গুণ মানুষকে সত্যবাদিতার মর্যাদা দেয়। রাসুল (সা.) বলেছেন, ‘কোনো ব্যক্তি যখন সর্বদা সত্য বলে ও সত্য বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে, শেষ পর্যায়ে তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়।’ (মুসলিম: ৬৮০৫) 

» সত্যবাদিতা মুমিনকে মুনাফিক থেকে পৃথক করে। রাসুল (সা.) এরশাদ করেছেন, মুনাফিকের নিদর্শন তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে। যখন ওয়াদা করে তা ভঙ্গ করে। যখন আমানত রাখা হয়, খিয়ানত করে।’ (আল জামিউ বাইনাস সাহিহাইন: ২৯২৫) 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

সাহাবিদের অনন্য ৮ গুণ

রোগব্যাধি ও বিপদ-আপদে মুমিনের করণীয়

আজকের নামাজের সময়সূচি: ১৩ জানুয়ারি ২০২৬

গিবতের ভয়াবহ ৬ কুফল

আজকের নামাজের সময়সূচি: ১২ জানুয়ারি ২০২৬

নফল ইবাদতের গুরুত্ব ও ফজিলত

প্রবাসীদের নিয়ে শায়খ আহমাদুল্লাহর ভিন্নধর্মী আয়োজন

তওবা: মুমিনের নবজাগরণের পথ

আজকের নামাজের সময়সূচি: ১১ জানুয়ারি ২০২৬

পণ্য মজুতদারি ও সিন্ডিকেট: ইসলামের সতর্কবার্তা