হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় হামাসের হাতে ধরা পড়া ইসরায়েলি নারী সেনা নিহত

গাজায় স্থল অভিযান চালানোর সময় হামাস যোদ্ধাদের হাতে আটক হয়েছিলেন এক নারী সৈনিক। আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, নোয়া মার্সিয়ানো নামে ওই সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার গাজা নিয়ন্ত্রণকারী হামাস যোদ্ধারা একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি এক নারী সেনাকে আটক করেছে স্বাধীনতাকামী যোদ্ধারা।

পরে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নারী সেনার পরিচয় নিশ্চিত করে জানায়, তিনি ১৯ বছর বয়সী নোয়া মার্সিয়ানো।

হামাসের ভিডিওতে মার্সিয়ানো তার নাম এবং পরিচয়পত্রের নম্বর দিয়ে নিজের পরিচয় দেন। তিনি জানান, চার দিন ধরে গাজায় তাঁকে বন্দী করে রাখা হয়েছে।

মঙ্গলবার হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, ইসরায়েলি হামলায়ই মার্সিয়ানো নিহত হয়েছেন। তবে ঠিক কীভাবে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি উবায়দা।

মার্সিয়ানোর মৃত্যুতে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা এখন ৪৭-এ পৌঁছেছে।

হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে দেশটির সেনাবাহিনী ধারাবাহিকভাবে গাজা শহরে বোমাবর্ষণ করছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে গাজায় ১১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

ইরানের ফারদিসে বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতা হয়, মাটিতে পড়ে ছিলেন ৮-১০ জন

বিক্ষোভের মুখে দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করার কথা স্বীকার করল ইরান সরকার

শুক্রবার রাতেও তেহরানের রাজপথ দখলে নিল বিক্ষোভকারীরা, সংঘর্ষ চলছে

ইরানে বিক্ষোভে অন্তত ৪৮ জন নিহত, দাবি এইচআরএএনএর

দমনপীড়নের মধ্যেও তেহরানের রাস্তায় ফের বিক্ষোভ, প্রত্যক্ষদর্শীর বর্ণনা

যোগযোগ বিচ্ছিন্ন ইরান থেকে যেসব খবর আসছে

ইরানে বিক্ষোভ দমনে সহিংসতার ঘটনায় উদ্বেগ জাতিসংঘের মানবাধিকারপ্রধানের

তেহরানে সাতটি নিথর দেহ পড়ে থাকার ভিডিও ভাইরাল, ফ্যাক্টনামেহ বলছে ফুটেজগুলো সাম্প্রতিক

বিক্ষোভের মধ্যে ইরানের পতাকার ইমোজিতে পরিবর্তন আনছে এক্স

ইরান চালায় কারা, কীভাবে