হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় হামাসের হাতে ধরা পড়া ইসরায়েলি নারী সেনা নিহত

গাজায় স্থল অভিযান চালানোর সময় হামাস যোদ্ধাদের হাতে আটক হয়েছিলেন এক নারী সৈনিক। আজ মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, নোয়া মার্সিয়ানো নামে ওই সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সোমবার গাজা নিয়ন্ত্রণকারী হামাস যোদ্ধারা একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি এক নারী সেনাকে আটক করেছে স্বাধীনতাকামী যোদ্ধারা।

পরে ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নারী সেনার পরিচয় নিশ্চিত করে জানায়, তিনি ১৯ বছর বয়সী নোয়া মার্সিয়ানো।

হামাসের ভিডিওতে মার্সিয়ানো তার নাম এবং পরিচয়পত্রের নম্বর দিয়ে নিজের পরিচয় দেন। তিনি জানান, চার দিন ধরে গাজায় তাঁকে বন্দী করে রাখা হয়েছে।

মঙ্গলবার হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, ইসরায়েলি হামলায়ই মার্সিয়ানো নিহত হয়েছেন। তবে ঠিক কীভাবে তিনি নিহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি উবায়দা।

মার্সিয়ানোর মৃত্যুতে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা এখন ৪৭-এ পৌঁছেছে।

হামাস যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার পর থেকে দেশটির সেনাবাহিনী ধারাবাহিকভাবে গাজা শহরে বোমাবর্ষণ করছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে গাজায় ১১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন

পশ্চিম তীরে এক বছরে ১৫০০ বাড়ি ভেঙেছে ইসরায়েল, ভাঙবে আরও ২৫টি

বৃষ্টি, বন্যা আর আবর্জনা: গাজাবাসীর অন্তহীন শীতের রাতের দুঃসহ বেদনা

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪