হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আগুনে ঘি ঢালছেন ট্রাম্প’, ইরান-ইসরায়েল সংঘাত প্রসঙ্গে চীন

আজকের পত্রিকা ডেস্ক­

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে চীন। চীন অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে ‘ঘি ঢালছেন’।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন।

আজ মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আগুন উসকে দেওয়া, ঘি ঢালা, হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কেবল সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে।’

এদিকে কানাডায় চলমান জি৭ সম্মেলন শেষ না করেই তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে আলোচনার উদ্যোগ নেবেন। যুদ্ধবিরতির আলোচনা শুরু করতেই তিনি তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন।

এই খবর সংবাদমাধ্যমে আসার পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বলেন, ‘প্রচারপ্রিয় ফরাসি প্রেসিডেন্ট’ যুদ্ধবিরতির কথা বানিয়ে বলেছেন। ‘যুদ্ধবিরতি নয়, এর চেয়ে বড় কিছু’ নিয়ে তিনি আলোচনা করছেন বলে জানান।

সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূতকে ইরানের সঙ্গে আলোচনার জন্য পাঠাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আরও খবর পড়ুন:

গাজার টেকনোক্র্যাট সরকার ঘোষণা, নেতানিয়াহুর আপত্তি পায়ে ঠেলে এগিয়ে যাচ্ছেন ট্রাম্প

ইরানে খামেনির শাসনের অবসান চান ট্রাম্প, নতুন নেতৃত্ব খোঁজার আহ্বান

জাতীয় ইন্টারনেট, নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান

ইরানে বিক্ষোভে কয়েক হাজার প্রাণহানির পেছনে ট্রাম্প দায়ী: খামেনি

কুর্দিদের নাগরিকত্ব ও ভাষার স্বীকৃতি দিল সিরিয়া

ইরানের সরকার উৎখাতে বিশ্বকে সহায়তার আহ্বান রেজা পাহলভির

গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ ঘোষণা, প্রথম ধাপে ছিল কী আর কী মিলল

ইরানে নিহত ২৪৩৫: মরদেহ জিম্মি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবির অভিযোগ

ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের

গাজা শাসনে শান্তি পরিষদ গঠন করা হয়েছে—ঘোষণা ট্রাম্পের