হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আগুনে ঘি ঢালছেন ট্রাম্প’, ইরান-ইসরায়েল সংঘাত প্রসঙ্গে চীন

আজকের পত্রিকা ডেস্ক­

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে চীন। চীন অভিযোগ করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতে ‘ঘি ঢালছেন’।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বাসিন্দাদের ‘অবিলম্বে সরে যেতে’ সতর্ক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন।

আজ মঙ্গলবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আগুন উসকে দেওয়া, ঘি ঢালা, হুমকি দেওয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কেবল সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে।’

এদিকে কানাডায় চলমান জি৭ সম্মেলন শেষ না করেই তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মেলনের ফাঁকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে আলোচনার উদ্যোগ নেবেন। যুদ্ধবিরতির আলোচনা শুরু করতেই তিনি তড়িঘড়ি ওয়াশিংটনে ফিরেছেন।

এই খবর সংবাদমাধ্যমে আসার পর ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে বলেন, ‘প্রচারপ্রিয় ফরাসি প্রেসিডেন্ট’ যুদ্ধবিরতির কথা বানিয়ে বলেছেন। ‘যুদ্ধবিরতি নয়, এর চেয়ে বড় কিছু’ নিয়ে তিনি আলোচনা করছেন বলে জানান।

সিএনএন ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শিগগিরই ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূতকে ইরানের সঙ্গে আলোচনার জন্য পাঠাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

আরও খবর পড়ুন:

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে