হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শারজাহে বন্যায় গাড়িতে আটকা ২ নারী, বাতাসের বিষক্রিয়ায় মৃত্যু

সংযুক্ত আরব আমিরাতের শারজাহে বন্যার পানির চাপে গাড়ির ভেতরে আটকা পড়েছিলেন দুই নারী। তাঁদের গাড়ির প্রায় পুরোটাই পানির নিচে চলে গিয়েছিল। এই অবস্থায় মুক্ত বাতাস তথা অক্সিজেনের অভাবে মারা যান ওই দুই নারী। শারজাহ পুলিশ জানিয়েছে, তাঁরা কার্বন মনো-অক্সাইডের বিষক্রিয়ায় মারা গেছেন। 

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। ওই দুই নারীর গাড়ি দুবাই ও শারজাহর মধ্যকার সংযোগ সড়ক আল ইত্তেহাদ মহাসড়কে বন্যার কারণে যানজটে আটকা পড়ে। সেদিন আরব আমিরাতে বিগত ৭৫ বছরের ইতিহাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, যার ফলে দেশটিতে ব্যাপক বন্যা দেখা দেয় এবং সড়কযোগাযোগ ভেঙে পড়ে। 
 
পুলিশ জানিয়েছে, মারা যাওয়া ওই দুই নারী ফিলিপাইনের নাগরিক এবং তাঁদের বয়স যথাক্রমে ৩০ ও ৪৬ বছর। শারজাহ পুলিশের কমান্ডার-ইন-চিফ মেজর জেনারেল সাইফ আল-জারি আল-শামসি বলেছেন, ঘটনার দিন সন্ধ্যায় পুলিশ অপারেশন রুমে একটি জরুরি সেবা কল আসে। কল পেয়ে ন্যাশনাল অ্যাম্বুলেন্সের একটি দল তাদের কাছে পৌঁছানোর চেষ্টা চালায়, কিন্তু তা সম্ভব হয়নি। 

ওই গাড়িতে সব মিলিয়ে দুজন পুরুষ ও দুজন নারী ছিলেন। পুরুষ দুজন গাড়ি থেকে কোনোমতে বের হয়ে সাহায্যের আশায় আশপাশে খোঁজ করলেও ওই দুই নারী গাড়ির ভেতরে আটকা পড়েন। সে সময় গাড়িটির শীতাতপনিয়ন্ত্রণযন্ত্র চালু ও জানালা বন্ধ ছিল। 

পরে পুরুষ দুজন ফিরে এসে গাড়ির ভেতরের ওই দুজনকে অচেতন অবস্থায় পান। দ্রুতই তাঁরা পুলিশ ও ন্যাশনাল অ্যাম্বুলেন্সের কাছে সহায়তা চেয়ে পাঠান, কিন্তু অ্যাম্বুলেন্স তাঁদের কাছে পৌঁছাতে পারেনি। পরে পুলিশের দলটি স্থানীয় সময় রাত ১০টায় পৌঁছে তাঁদের নিয়ে আল কাসিমি হাসপাতালে পৌঁছালে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। 

ওই দুই নারীর ফরেনসিক পরীক্ষা বলছে, তাঁরা দুজনই মূলত গাড়ির ভেতরের বদ্ধ পরিসরে জমে যাওয়া কার্বন মনো-অক্সাইড গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন।

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী