হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের সেই সাহসী সংবাদ পাঠিকাকে পুরস্কৃত করল ভেনেজুয়েলা

আজকের পত্রিকা ডেস্ক­

ইরানি সংবাদ পাঠিকা সাহার ইমামি। ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলার সময় চরম সাহসিকতা দেখানো সেই ইরানি সংবাদ পাঠিকাকে জাতীয় পুরস্কার দিল ভেনেজুয়েলা। সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় সাইমন বলিভার পুরস্কার পেয়েছেন সাহার ইমামি। শুধু সাহারা নন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) আরও দুই কর্মী—নিমা রেজবপুর ও মাসুম আজিমিকেও এই পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের হয়ে এই পুরস্কার গ্রহণ করেছেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী শেগিনি। ইরানি সংবাদমাধ্যম প্রেসি টিভি জানিয়েছে এ তথ্য।

গত শনিবার, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘জাতীয় সাংবাদিকতা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেগিনির হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) কার্যালয়ে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান তিনি। হামলার সময় ভবনের ভেতর যারা ছিলেন তাঁদের সাহসের ভূয়সী প্রশংসা করেন।

প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘ইরানি তিন গণমাধ্যমকর্মীকে আজ যে পুরস্কার দেওয়া হলো, তা শুধু ভেনেজুয়েলার দৃষ্টিভঙ্গিই নয়, পুরো বিশ্বই তাঁদের এই পুরস্কারের যোগ্য মনে করে বলেই মনে করছি। এই পুরস্কার পুরো বিশ্বেরই সর্বসম্মত মনোভাবের প্রতিফলন। এর মাধ্যমে সাহস ও সত্যকে মূল্যায়ন করা হলো।’

ইরান-ইসরায়েল সাম্প্রতিক যুদ্ধে আইআরআইবির কেন্দ্রীয় কার্যালয়ে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সে সময় সরাসরি সম্প্রচার চলছিল। ফলে, পুরো বিশ্বই ইসরায়েলের হামলার সাক্ষী হয়েছে। ১৬ জুন ইসরায়েলের ওই হামলার সময় খবর পড়ছিলেন সাহারা ইমামি। প্রথম বিস্ফোরণে ভবন কেঁপে উঠলেও তিনি শক্ত থাকেন এবং সম্প্রচার চালিয়ে যান, সেই সঙ্গে হামলার নিন্দা জানান। কয়েক মুহূর্ত পর আরও একটি বিস্ফোরণে স্টুডিও ধোঁয়া ও ধুলায় ঢেকে যায়, ফলে তাঁকে সেখান থেকে সরে যেতে হয়। কিছুক্ষণ পর তিনি আবার পর্দায় ফিরে আসেন এবং আইআরআইবির রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং নিউজ ডিরেক্টর হাসান আবেদিনির সঙ্গে ইসরায়েলি হামলার নিন্দা জানান।

এ ঘটনার পর সাহারা ইমামিকে বাহবা দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

আরও খবর পড়ুন:

গাজায় হামাসবিরোধী ইসরায়েলি প্রক্সি গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব নিহত, কে তিনি

গাজায় যুদ্ধবিরতি খুব ভালোভাবে চলছে, দ্বিতীয় ধাপ শুরু শিগগির: ট্রাম্প

মার্কিন মধ্যস্থতায় ৪০ বছরের মধ্যে প্রথমবার সরাসরি আলোচনায় লেবানন-ইসরায়েল

ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা: বারঘৌতির মুক্তির দাবিতে সোচ্চার দুই শতাধিক বিখ্যাত ব্যক্তিত্ব

‘সর্বত্র ভূত দেখে’ যত্রতত্র ‘বোমা ফেলছেন বিবি’, লাগাম টানতে ব্যর্থ যুক্তরাষ্ট্র

ফিলিস্তিন রাষ্ট্রই একমাত্র সমাধান—পোপ

দুর্নীতির মামলায় প্রেসিডেন্টের কাছে নেতানিয়াহুর ক্ষমা প্রার্থনা

গাজার পুলিশ বাহিনী গঠনে হাজারো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিসর

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা চলছে, নিহত ৭০ হাজার ছাড়াল

সংঘবদ্ধ নির্যাতন ‘কার্যত’ ইসরায়েলের রাষ্ট্রনীতি, কুকুর হামলা, যৌন নির্যাতনের চিত্র জাতিসংঘের প্রতিবেদনে