হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন বিমানবাহিনীর রণতরি থেকে সাগরে পড়ে গেল ৮০০ কোটি টাকার যুদ্ধবিমান

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান। ছবি: এএফপি

মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর রণতরি ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বর্তমানে মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে। রণতরীটি গতকাল সোমবার লোহিতসাগরে অবস্থান করছিল। আর এ সময়ই ঘটেছে এক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় সাগরে পড়ে গেছে মার্কিন সশস্ত্র বাহিনীর ৬৭ মিলিয়ন ডলার তথা বাংলাদেশি মুদ্রায় ৮১০ কোটি টাকার যুদ্ধবিমান।

সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী জানিয়েছে, বিমানবাহী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের হ্যাঙ্গার ডেক থেকে একটি এফ/এ-১৮ যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। বিমানটি মধ্যপ্রাচ্যে মোতায়েন ছিল। রণতরির হ্যাঙ্গার বে-তে এটি টেনে নিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় সুপার হর্নেট বিমানটির পাইলট সিটে এবং ছোট টাগ ট্রাক্টরে থাকা ক্রুরা লাফিয়ে নেমে পড়ে। বিমান ও টাগ সাগরে পড়ার আগেই তারা নেমে যান। নৌবাহিনী জানায়, এক নাবিক সামান্য আহত হয়েছেন।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এফ/এ-১৮ই বিমানটিকে হ্যাঙ্গার বেতে টেনে নেওয়া হচ্ছিল। এ সময় মুভ ক্রু বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বিমান ও টাগ ট্রাক্টরটি পড়ে যায়।’ বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন ১৩৬-এর অংশ ছিল।

যুদ্ধবিমানগুলোকে সাধারণত হ্যাঙ্গার ডেকের চারপাশে টেনে নিয়ে যাওয়া হয়। উড্ডয়নের কার্যক্রম বা অন্য কাজের জন্য সেগুলোকে নির্দিষ্ট জায়গায় রাখা হয়। জেটটি উদ্ধারের কোনো চেষ্টা হবে কি না, তা স্পষ্ট নয়। এর দাম প্রায় ৬৭ মিলিয়ন ডলার বা ৮১০ কোটি টাকার বেশি। ঘটনাটি তদন্তাধীন।

ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান রণতরিটি কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন। সম্প্রতি এটি হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সামরিক বাহিনী প্রতিদিন হামলা চালাচ্ছে। এই হামলা যুদ্ধবিমান, বোমারু বিমান, জাহাজ ও ড্রোন ব্যবহার করে করা হচ্ছে। ট্রুম্যানের মোতায়েনের সময় একবার বাড়ানো হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ প্রায় এক মাস সময় বাড়িয়েছেন।

আরও খবর পড়ুন:

গাজায় হামলা চালিয়ে হামাসের শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

সিরিয়ায় আইএসের হামলায় দুই মার্কিন সেনা এবং এক দোভাষী নিহত

এবার ডিজেলবাহী ট্যাংকার জব্দ করল ইরান, বাংলাদেশিসহ ১৮ ক্রু আটক

ইরানে দুইবার সরকার পরিবর্তনের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ওয়াশিংটন: মার্কিন দূত

জানুয়ারিতেই হতে পারে গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েন, সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া

তীব্র শীতে গাজায় প্রাণ সংহারকারীর ভূমিকায় ‘বায়রন’, নিহত অন্তত ১৪

ইরানে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেপ্তার

এবার গাজাবাসীর নতুন হুমকি ঘূর্ণিঝড় বায়রন, ঝুঁকিতে সাড়ে ৮ লাখ মানুষ

ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের শর্তে গাজায় এক দশকের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের

সিরিয়ায় এক বছরে ৬০০ হামলা চালিয়েছে ইসরায়েল, দখল করেছে ভূমি