হোম > বিশ্ব > ভারত

সুপ্রিম কোর্টের নির্দেশেই বাংলাদেশে ‘পুশ ইন’ করছে আসাম: মুখ্যমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ছবি: সংগৃহীত

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশেই আসামে তথাকথিত ‘বিদেশি’ ঘোষিতদের বাংলাদেশে ‘পুশ ইন’ করছে রাজ্য সরকার। এমনটাই জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতকাল শুক্রবার তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

হিমন্ত বিশ্ব শর্মা জানান, তাঁর রাজ্য বিদেশি ট্রাইব্যুনাল (এফটি) ঘোষিত ‘বিদেশি’ ব্যক্তিদের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। গত ৪ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের একটি আদেশের পরিপ্রেক্ষিতে এই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। ওই আদেশে আদালত আসামকে মাটিয়া আটক কেন্দ্রে থাকা ‘ঘোষিত বিদেশিদের’ ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু না করায় ভর্ৎসনা করেছিলেন।

গত ২৩ মে থেকে আসামজুড়ে ‘বিদেশি’ ঘোষিত ব্যক্তিদের ব্যাপকভাবে আটক করা হচ্ছে। আটক অনেক পরিবারই তাদের স্বজনদের অবস্থান সম্পর্কে জানে না এবং কর্তৃপক্ষের কাছ থেকে কোনো স্পষ্ট তথ্য পায়নি। তারপরও এই লোকজনকে খুব একটা যাচাই বাছাই না করেই বাংলাদেশে ‘পুশ ইন’ করা হচ্ছে। যদিও ভারত বিষয়টি ‘পুশ ব্যাক’ বলে দাবি করছে। পুশ ব্যাক বলতে অনানুষ্ঠানিকভাবে মানুষকে সীমান্ত পার করে দেওয়াকে বোঝায়। বিপরীতে নির্বাসনে একটি দেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পারস্পরিক যাচাই-বাছাইয়ের পর একজন ব্যক্তি অন্য দেশের নাগরিক বলে নিশ্চিত করা হয়।

হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আপনারা জানেন, সুপ্রিম কোর্টের একটি মামলা আছে এবং সুপ্রিম কোর্ট আমাদের নির্দেশ দিয়েছিলেন যে, যারা বিদেশি ঘোষিত হয়েছে, তাদের যেকোনো উপায়ে (তাদের দেশে) ফেরত পাঠাতে হবে। যাদের বিদেশি ঘোষণা করা হয়েছে, কিন্তু আদালতে আপিলও করেননি, আমরা তাদের পুশ ব্যাক (পুশ ইন) করছি। যদি তাদের মধ্যে কেউ আমাদের বলেন যে, তাদের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে আপিল আছে, তাহলে আমরা তাদের বিরক্ত করছি না।’

এ সময় হিমন্ত গত ৪ ফেব্রুয়ারির সুপ্রিম কোর্টের একটি আদেশের কথা বলেন। বিচারপতি অভয় ওকা ও উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চের দেওয়া আদেশে আসামের ‘অবৈধ বিদেশিদের’ জন্য নির্ধারিত মাটিয়া ট্রানজিট ক্যাম্পের বন্দীদের অবস্থা জানতে চাওয়া হয়। জবাবে রাজ্য সরকার জানায়, ৬৩ জন ঘোষিত বিদেশি বন্দীর নির্বাসন প্রক্রিয়া শুরু করা হয়নি, কারণ তাদের ঠিকানা জানা নেই।

আরও খবর পড়ুন:

পুতিনের দিল্লি সফর: ভারসাম্য রক্ষার কৌশলে ভারত, অস্ত্র–তেল বিক্রি বাড়াতে চায় রাশিয়া

২০ বছর অন্ধকারে বন্দী, মৃত্যুর হুমকিতে থেমে যাওয়া শৈশব-কৈশোর

ইন্ডিগোর ফ্লাইট বিপর্যয়: পানি-খাবারহীন অবস্থায় ঘণ্টার পর ঘণ্টা আটকা হাজারো যাত্রী

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না—প্রশ্ন পুতিনের

ইন্ডিগোতে ফ্লাইট বিপর্যয়: এক দিনে বাতিল ৫৫০-এর বেশি ফ্লাইট

ভারতে পা রাখলেন পুতিন, নিয়ম ভেঙে ‘কোলাকুলি’ করলেন মোদি

অবশেষে ভারত পাচ্ছে রাশিয়ার যুদ্ধ সাবমেরিন, ২ বিলিয়ন ডলারের চুক্তি হচ্ছে

পুতিনের নয়াদিল্লি সফর: ঐতিহাসিক কৌশলগত সম্পর্কের পুনর্নবায়ন নাকি কেবলই আনুষ্ঠানিকতা

রূপের ঈর্ষায় ৩ মেয়েশিশুকে চুবিয়ে হত্যা, দেখে ফেলায় রেহাই পায়নি নিজের ছেলে

স্মার্টফোনে সরকারি অ্যাপ: অ্যাপলের হুমকির পর পিছু হটল ভারত