হোম > বিশ্ব > ভারত

আমাজন প্রকৌশলীর সঙ্গে ১৪ মাসের বিয়ে ভাঙার পর ৫ কোটি রুপি খোরপোশ দাবি নারীর, আদালতের তিরস্কার

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের সুপ্রিম কোর্ট। ছবি: সংগৃহীত

১৪ মাসের দাম্পত্যজীবন শেষে বিবাহবিচ্ছেদের জন্য এক নারী স্বামীর কাছ থেকে ৫ কোটি রুপি খোরপোশ দাবি করায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ ওই নারীকে সতর্ক করে বলেছেন, যদি তিনি ৫ কোটি রুপি খোরপোশের দাবিতে অনড় থাকেন, তাহলে আদালত তাঁর বিরুদ্ধে ‘খুব কঠোর আদেশ’ জারি করতে পারেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, ওই নারীর স্বামী আমাজনের একজন প্রকৌশলী হিসেবে কাজ করেন। তিনি স্ত্রীকে বিচ্ছেদ বাবদ ৩৫ লাখ রুপি দিতে চেয়েছিলেন, কিন্তু তাঁর স্ত্রী দাবি করেছেন ৫ কোটি রুপি। তবে ওই নারীর আইনজীবী বলেন, মধ্যস্থতা কেন্দ্রে ৫ কোটি রুপি থেকে খোরপোশের পরিমাণ কমানো হয়েছে।

বিচারপতি পারদিওয়ালা ওই নারীর স্বামীর আইনজীবীর উদ্দেশে বলেন, ‘আপনি যদি তাঁকে আবার ফিরিয়ে আনেন, তাহলে বড় ভুল করবেন। আপনি তাঁকে রাখতে পারবেন না। তাঁর স্বপ্ন অনেক বড়।’

আদালত ৫ কোটি রুপির এই দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেন। আদালত জানান, এমন অবস্থান নিলে ওই নারীর বিরুদ্ধে প্রতিকূল আদেশ আসতে পারে। বিবাহবিচ্ছেদের একটি মামলার শুনানির সময় গত বৃহস্পতিবার আদালত এসব মন্তব্য করেন।

সুপ্রিম কোর্ট ওই দম্পতিকে আরও আলোচনার জন্য সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কেন্দ্রে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং স্ত্রীকে ৫ কোটি রুপি খোরপোশের দাবি থেকে সরে আসার জন্য সতর্ক করেছেন।

বিচারপতি পারদিওয়ালা বলেন, ‘আমরা উভয় পক্ষকে মীমাংসার জন্য সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কেন্দ্রে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছি। আমাদের জানানো হয়েছে যে, স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য ৫ কোটি রুপি দাবি করেছেন। অথচ তাঁদের দাম্পত্যজীবন মাত্র এক বছর এক মাসের।’

বিচারপতি আরও বলেন, ‘যদি স্ত্রীর এ ধরনের অবস্থান থাকে, তাহলে আমাদের এমন কিছু আদেশ দিতে হতে পারে, যা তাঁর পছন্দ নাও হতে পারে। আমরা আশা করি, স্ত্রী যুক্তিসংগত দাবি পেশ করে এই মামলার দ্রুত নিষ্পত্তি করবেন।’

শীর্ষ আদালত উভয় পক্ষকে ৫ অক্টোবর সুপ্রিম কোর্টের মধ্যস্থতা কেন্দ্রে হাজির হওয়ার জন্য বলেছেন। মধ্যস্থতার প্রতিবেদন জমা দেওয়ার পর আবারও এই মামলার শুনানি হবে।

কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত হিন্দুদের বিজয়: বিজেপি নেতা

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা