হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ভয়ে ইছামতীতে ঝাঁপ চোরাকারবারির, পরে মৃত্যু

বাংলাদেশ-ভারত সীমান্তে অবস্থিত ইছামতি নদী। তীরে দাঁড়িয়ে বিএসএফের এক সদস্য। ছবি: উইকিমিডিয়া কমনসের সৌজন্যে

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভয়ে বাংলাদেশের সীমান্তবর্তী ইছামতী নদীতে ঝাঁপ দিয়েছিলেন দুই মাদক চোরাকারবারি। পরে পাঁচ ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয় মারাত্মক আহত অবস্থায়। পরে বাবাই বড়াই নামে একজন মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মুখপাত্র ও ডিআইজি এনকে পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, বিএসএফের একটি টহল দলকে দেখে ইছামতী নদীতে ঝাঁপ দেন বাবাই ও তাঁর সঙ্গী। প্রায় ৫ ঘণ্টার মতো সে নদীর ঠান্ডা পানিতে ছিল। মাদক চোরাকারবারের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা ছিল এবং বাবাই সম্প্রতি একটি মামলায় জামিনে মুক্ত হয়েছিলেন।

এনকে পাণ্ডে জানান, গত শনিবার রাত ১১টার দিকে বিএসএফের ৫ম ব্যাটালিয়নের সদস্যরা কিছু প্যাকেট ও ধারালো অস্ত্রসহ চারজনকে আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার চেষ্টা করতে দেখে। পরে বিএসএফ জওয়ানরা তাদের দিকে এগিয়ে গেলে, ওই চারজন আক্রমণ চালায়। আত্মরক্ষার জন্য এক বিএসএফ সদস্য ফাঁকা গুলি চালালে দুজন পালিয়ে ভারতের দিকে ফিরে যায়, বাকি দুজন নদীতে ঝাঁপ দেয়। পরে রোববার ভোর ৪টার দিকে বাবাই বড়াই ও তাঁর এক সঙ্গীকে নদীর কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয় এবং পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার অঙ্গরাইল সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয়।

ডিআইজি পাণ্ডে বলেন, ‘সীমান্ত চৌকিতে তাদের কম্বল ও গরম চা দেওয়া হয়। আগুনও জ্বালানো হয়, যাতে তারা নিজেদের গরম রাখতে পারে। কিছুক্ষণ পর বাবাই অসুস্থ বোধ করতে শুরু করেন এবং তাঁকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও দ্রুতই তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

বিএসএফের এই কর্মকর্তা বলেন, ‘ঘটনাস্থল থেকে দুটি প্যাকেজ উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৫০০ বোতল কাশির সিরাপ ছিল—যা মাদকদ্রব্য, নেশাজাত দ্রব্য ও মনোবিকৃতিকারী পদার্থ (এনডিপিএস) আইন অনুসারে নিষিদ্ধ।’ তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি, বড়াই এনডিপিএস আইনের অধীনে দুই বছর কারাদণ্ড ভোগ করেছিলেন এবং ২০২১ সালে মুক্তি পান। এরপর ২০২৩ সালের ২৫ মে তাঁকে আবার বিএসএফ গ্রেপ্তার করে এবং কিছুদিন পর সে জামিনে বের হয়ে আসে। এরপরও সে সীমান্ত অতিক্রম করে মাদক ও সোনা পাচার চালিয়ে গেছে।’

ভারতে বসে বাংলাদেশে সন্ত্রাস— ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান দিল্লির

লিংকডইনে গার্লফ্রেন্ড চেয়ে বিজ্ঞাপন দেওয়ার পর যা ঘটল

বায়ুদূষণ সূচকে সর্বোচ্চ সীমায় দিল্লি, জনজীবন বিপর্যস্ত

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে আসামে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

অধৈর্য হয়ে পুতিন-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকে দরজা ঠেলে ঢুকে পড়লেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

এবার ভারতের ওপর মেক্সিকোর ৫০ শতাংশ শুল্ক আরোপ, বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা

ভারতের নাইটক্লাবে অগ্নিকাণ্ড: মালিক ভ্রাতৃদ্বয় থাইল্যান্ডে আটক

মোদির সঙ্গে রাহুলের ৮৮ মিনিটের বৈঠক, কী আলোচনা হলো

সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখবে যুক্তরাষ্ট্র, ভারতীয়দের এইচ-১বি ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত

‘বঙ্কিমদার’ বন্দে মাতরমকে জাতীয় সংগীত না করায় নেহেরুকে মোদির তোপ