হোম > বিশ্ব > ভারত

ভারতের লোকসভার পদ হারালেন রাহুল গান্ধী 

ভারতের অন্যতম রাজনৈতিক দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে দেশটির লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। ‘মোদি’ পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে ২০১৯ সালের মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে তাঁকে অযোগ্য ঘোষণা করে লোকসভা সচিবালয়।

লোকসভা সচিবালয় থেকে আজ শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ১০২ (১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ করা হলো। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দিন অর্থাৎ ২৩ মার্চ, ২০২৩ থেকে তিনি আর এমপি নন।

এদিকে বিজ্ঞপ্তির প্রতিক্রিয়ায়, জ্যেষ্ঠ কংগ্রেস নেতা মনীশ তিওয়ারি এই সিদ্ধান্তকে ভুল বলেছেন। এনডিটিভিকে তিনি বলেন, লোকসভা সচিবালয় কোনো এমপিকে অযোগ্য ঘোষণা করতে পারে না। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে এটি করতে হবে।

কংগ্রেসের আরেক জ্যেষ্ঠ নেতা শশী থারুর বলেন, এটা গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। টুইটারে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আদালতের রায়ে ২৪ ঘণ্টার মধ্যে এবং আপিল প্রক্রিয়াধীন থাকা অবস্থায় এমন দ্রুত পদক্ষেপ আমাকে অবাক করেছে। এটি রাজনীতি এবং আমাদের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য হুমকি ডেকে আনবে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার ২০১৯ সালের মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন গুজরাটের সুরাটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) এইচ এইচ ভার্মা। কারাদণ্ড ঘোষণার পর এক আবেদনের পরিপ্রেক্ষিতে রাহুলের জামিন মঞ্জুর করেন আদালত। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য তাঁকে ৩০ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময় পর্যন্ত জামিনে থাকবেন রাহুল।

এদিকে আজ ‘ডেমোক্রেসি ইন ডেঞ্জার’ লেখা ব্যানার হাতে পার্লামেন্ট ভবন থেকে মিছিল নিয়ে রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে রওনা হয় কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলো। বিরোধীরা দাবি তুলেছে যে, বিপদে ভারতের গণতন্ত্র। কংগ্রেস এদিন পার্লামেন্টেও বিষয়টি তুলেছিল। এ নিয়ে দুই কক্ষেই তুমুল হট্টগোল শুরু হয়। এরপর রাহুল গান্ধীর কারাদণ্ড এবং আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে পার্লামেন্টের যৌথ কমিটি গঠনের দাবি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার কর্মসূচি নেয় বিরোধীরা। তবে বিরোধী নেতাদের রাষ্ট্রপতি ভবনে পৌঁছানোর আগেই আটকে দিয়েছে নিরাপত্তা বাহিনী।

আরও পড়ুন:

বিজেপিকে উৎখাতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মতো গণ-অভ্যুত্থান দরকার: ভারতীয় রাজনীতিক

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখ খানের ক্ষমা চাওয়া উচিত: সর্বভারতীয় ইমাম সংগঠনের সভাপতি

ক্রিকেটে রাজনীতি টানা উচিত নয়—আইপিএলে মোস্তাফিজ প্রসঙ্গে শশী থারুর

বিয়ে করছেন প্রিয়াঙ্কা গান্ধীর ছেলে, কনে কে

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন