হোম > বিশ্ব > ভারত

লোকসভার পদ ফিরে পাচ্ছেন না রাহুল গান্ধী

লোকসভার পদ ফিরে পাচ্ছেন না ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মানহানি মামলার সাজার রায় স্থগিত রাখার যে আবেদন রাহুল করেছিলেন, তা খারিজ করে দিয়েছে গুজরাটের সুরাট আদালত। 

দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, আদালতের আবেদন খারিজ করায় রাহুলের লোকসভার সদস্যপদ ফিরে পাওয়ার পথ আপাতত বন্ধ হয়ে গেল। আজ বৃহস্পতিবার রাহুলের আরজি খারিজ করেন সুরাট জেলা আদালত। এতে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

 ‘মোদি’ পদবি নিয়ে কটাক্ষ করায় ২০১৯ সালের একটি মানহানি মামলায় গত ২৩ মার্চ রাহুলকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। এর এক দিন পর ২৪ মার্চ রাহুল গান্ধীকে দেশটির লোকসভা থেকে অযোগ্য ঘোষণা করা হয়। 

লোকসভা সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় সংবিধানের ১০২ (১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের লোকসভার সদস্যপদ খারিজ করা হলো। মানহানি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার দিন, অর্থাৎ ২৩ মার্চ ২০২৩ থেকে তিনি আর এমপি নন। 

আদালত রাহুলকে ৩০ দিনের জামিন এবং আপিল করার সুযোগ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে ৩ এপ্রিল সুরাটের ওই আদালতেই আবেদন জানান রাহুল গান্ধী। বিচারক আরপি মোগেরা তা গ্রহণ করে জামিন বহাল রাখার নির্দেশ দেন। এদিনই তাঁর জামিনের পাশাপাশি আদালত দুই বছরের সাজাও স্থগিত করেন। আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত ছিল।

ভারতের ইন্দোরে দূষিত পানি পানে অন্তত ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০০

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে রাজনাথ সিং

জাপানকে টপকে ভারত এখন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশ

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

এবার ভারত–পাকিস্তান যুদ্ধ বন্ধে মধ্যস্থতার দাবি করল চীন

ভারতে চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ

ধর্ষণের শিকার নারীকে বিজেপি নেত্রীর স্বামী বললেন, ‘আমার কিছুই হবে না’

বেঙ্গালুরুতে ‘বুলডোজার রাজ’: ৪০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ, তোপের মুখে কর্ণাটকের কংগ্রেস সরকার