ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর সেভেরোদোনেৎস্কে কেন্দ্রের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা। স্থানীয় সময় মঙ্গলবার (৩১ মে) লুহানস্কের আঞ্চলিক গভর্নর সেরহি গাইদাই জানান, সেখানে তীব্র লড়াই চলছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গভর্নর সেরহি গাইদাই পরিস্থিতিকে অত্যন্ত কঠিন বলে বর্ণনা করেছেন। লুহানস্কের গভর্নর ইউক্রেনের রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, সেভেরোদোনেৎস্কে ১ লাখ ২০ হাজার জনগণের বেশির ভাগই রাশিয়ার নৃশংস বোমা হামলার কারণে শহর ছেড়ে গেছে। বর্তমানে মাত্র ১৫ হাজারের মতো বেসামরিক মানুষ আছে শহরটিতে।
রুশ সেনারা সেভেরোদোনেৎস্কের কেন্দ্রে অগ্রসর হচ্ছে উল্লেখ করে গাইদাই আরও বলেন, সবচেয়ে খারাপ কিছুর জন্য প্রস্তুতি নিয়েই শহরটি রক্ষার চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা। তবে আটক হওয়া থেকে বাঁচতে সিভারস্কি দোনেৎস নদী পেরিয়ে লিসিচানস্ক শহরে পিছু হটতে পারে তাঁরা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ জানতে - এখানে ক্লিক করুন
দনবাসের লুহানস্ক অঞ্চলের সেভেরোদনেৎস্ক শহরটিই একমাত্র ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটি দখলে নিতে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভের উপকণ্ঠ থেকে সৈন্য প্রত্যাহার করে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে মনোনিবেশ করার পর গত এপ্রিলের মাঝামাঝি থেকেই সেভেরোদনেৎস্ক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
বিশ্বের নানা প্রান্তের খবর পড়ুন: