রাশিয়ার ৫০ জন সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে ৫০ জন সেনাকে হত্যা করা করা হয়েছে।
ইউক্রেন সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক টুইট বার্তায় বলেন, শচস্ত্য নিয়ন্ত্রণে আছে। ৫০ জন রুশ দখলদার নিহত হয়েছে। ক্রামতোর্স্ক জেলায় আরেকটি রাশিয়ান বিমান ধ্বংস হয়েছে। এটি ছিল ষষ্ঠ।
ইউক্রেনের স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টা ৫৫ মিনিটে যুদ্ধ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পরই ইউক্রেনের রাজধানী কিয়েভ লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া।
এরই মধ্যে কিয়েভ ছেড়ে পালাতে শুরু করেছে সেখানকার বাসিন্দারা। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সামাজিক যোগাযোগমাধ্যমে কিয়েভের অনেকে তাঁদের আতঙ্কের অনুভূতির কথাগুলো শেয়ার করেছেন। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, লোকজন দল বেঁধে রাস্তায় প্রার্থনা করছে।