হোম > স্বাস্থ্য

লিউকেমিয়া চিকিৎসার নতুন দ্বার উন্মোচন

রূপান্তরিত রোগ প্রতিরোধ কোষের মাধ্যমে এক দশকের প্রচেষ্টায় লিউকেমিয়া থেকে সেরে উঠেছেন দুই রোগী। সুস্থ হওয়ার পর এখনো তাঁদের মধ্যে লিউকেমিয়া ফিরে আসেনি। সম্প্রতি এক গবেষণায় এমনটি বলা হয়েছে। গবেষণাটি করেছেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও ক্যামব্রিজের নোভারটিস ইনস্টিটিউট ফর বায়োমেডিকেল রিসার্চের গবেষকেরা।

গবেষণায় বলা হয়েছে, কাইমেরাক অ্যান্টিজেন রিসেপটর টি-সেল (সিএআর-টি) থেরাপি দীর্ঘস্থায়ী লিম্ফোসাইটিক লিউকেমিয়ার জন্য একটি নিরাময়মূলক পদ্ধতি হতে পারে। চলতি সপ্তাহে গবেষণার বিষয়টি নিয়ে গবেষকেরা জানান।

সিএআর-টি থেরাপি হলো একটি ইমিউনোথেরাপি চিকিৎসা, যা ক্যানসারকে ধ্বংস করতে শরীরের নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতাকে কাজে লাগায়। এই থেরাপিতে একজন রোগীর রোগ প্রতিরোধ কোষগুলোকএকটি ল্যাবে পাঠানো হয়, যেখানে একটি ভাইরাস ব্যবহার করে সেগুলো জেনেটিক্যালি পরিবর্তন করা হয়। এতে কোষগুলো ক্যানসারের উৎস চিনতে এবং ধ্বংস করতে সক্ষম হয়।

এ নিয়ে সংবাদ সম্মেলনে গবেষণা দলের সদস্য পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যানসার ইমিউনোলজিস্ট ড. কার্ল জুন বলেন, নতুন এই গবেষণায় আমরা ১০ বছর ধরে প্রথম কোনো রোগীর সিএআর-টি দিয়ে চিকিৎসা দিয়েছি। এটি রোগীর নিজস্ব রোগ প্রতিরোধক্ষমতা থেকে তৈরি প্রথম কোষীয় থেরাপি। গবেষণার ফলাফলের ওপর ভিত্তি করে আমরা এখন বলতে পারি যে সিএআর-টি কোষ আসলে লিউকেমিয়া রোগীদের নিরাময় করতে পারে।

গবেষক সম্পর্কিত আরও পড়ুন:

হাদির অবস্থা আশঙ্কাজনক, মস্তিষ্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত, ফুসফুসেও আঘাত: মেডিকেল বোর্ড

শীতে যেসব খাবার মন শান্ত রাখবে

পুরুষ বন্ধ্যত্ব: কারণ, লক্ষণ ও চিকিৎসা

শীতকালীন নানা রোগ থেকে মুক্ত থাকবেন যেভাবে

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতে করণীয়

থাইরয়েড হরমোন কম থাকার লক্ষণ

ওষুধকে ফাঁকি দিতে মরার ভান করে ক্যানসার কোষ—গবেষণায় চমকপ্রদ তথ্য

সাধারণের স্বাস্থ্যসেবা: মিলিয়ে যাচ্ছে ‘সূর্যের হাসি’

ব্লাড ক্যানসার আর মরণব্যাধি নয়, জিন থেরাপিতে অভাবনীয় সাফল্য

অনেক গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক আর তেমন কাজ করছে না: গবেষণা