হোম > ফ্যাক্টচেক > আজকের ফ্যাক্ট

আন্দোলনকারীদের গণভবন অভিমুখী যাত্রার ভিডিও ভাইরাল, এটি কোথাকার

ফ্যাক্টচেক ডেস্ক

নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশজুড়ে প্রতিদিনই কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তাঁদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন। এমন পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিশাল এক জনসমাবেশ রাস্তা ধরে কোনো এক দিকে এগিয়ে যাচ্ছে। 

ভিডিওটিতে দাবি করা হচ্ছে, জনসমাবেশটি প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনমুখী যাত্রা শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার ‘সারোয়ার হোসেন প্রবাসী’ নামের একটি ফেসবুক পেজ থেকে এমন দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ লাখ ৪৯ হাজার বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় সাড়ে ৪ হাজার এবং রিয়েকশন পড়েছে ২৩ হাজারের বেশি।

আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, গণভবন অভিমুখী যাত্রার দাবিতে ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয়। 

রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘উজালেন্ডো নিউজ’ নামের একটি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। ‘উজালেন্ডো নিউজ’ কেনিয়ার স্থানীয় সংবাদমাধ্যম। গত ২৫ জুন করা টুইটটি থেকে জানা যায়, ভাইরাল ভিডিওটি কেনিয়ার রাজধানী নাইরোবির আউটার রিং রোড থেকে ধারণ করা। এই টুইটের সূত্রে গুগল ম্যাপে খুঁজে ভিডিও ধারণের স্থানটি পাওয়া যায়।

প্রসঙ্গত, চলতি বছরের গত ২৫ জুন কেনিয়ার পার্লামেন্টে প্রায় সব ধরনের পণ্যে কর বাড়ানোর একটি প্রস্তাব পাস হয়। প্রস্তাবটি পাসের সঙ্গে সঙ্গেই পার্লামেন্ট চত্বরসহ পুরো নাইরোবিতে বিক্ষোভ শুরু হয়। এ ঘটনায় অনেক প্রাণহানির ঘটনাও ঘটে। এই ঘটনারই একটি ফুটেজ বাংলাদেশে চলমান আন্দোলনকারীদের গণভবন অভিমুখী যাত্রার দাবিতে প্রচার করা হচ্ছে।

আরও খবর পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আজকের পত্রিকার নামে ছড়িয়ে পড়া এই ফটোকার্ডটি ভুয়া

ট্রেনের নিচে পড়া ভাইরাল ভিডিওর ব্যক্তিটি বেঁচে আছেন

ডোনাল্ড ট্রাম্পের মুখে ড. ইউনূসের প্রশংসা—এআই দিয়ে তৈরি ভিডিও শেয়ার করলেন আসিফ নজরুল

চট্টগ্রামে হরিজন কলোনিতে অগ্নিকাণ্ডকে সাম্প্রদায়িক ঘৃণা বলে অপপ্রচার

মুসলিমদের সঙ্গে ইফতার করায় থালাপতি বিজয়ের ছবিযুক্ত ভবন ভাঙার তথ্যটি সঠিক নয়

শাহজালালে স্বর্ণ চুরির ঘটনাটি ২০২৩ সালের

সেলুনে ঘাড় ম্যাসাজের সময় যুবকের মৃত্যুর দাবিতে ছড়ানো ভিডিওটি সাজানো

রাজধানীতে বিপুলসংখ্যক মানুষের বিক্ষোভটি আ.লীগের নয়, ইসকন–বিরোধী মিছিল

ভিজিএফের চাল নিতে গিয়ে নারীদের পদদলিত হওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি পাকিস্তানের

যুব মহিলা লীগের নেত্রীকে যুবদলের কর্মী পেটাচ্ছে— এ দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের