হোম > পরিবেশ

এ মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নামতে পর্যটকদের নিরুৎসাহিত করছে জেলা প্রশাসন। শহরের লাবণী পয়েন্টসহ আশপাশের এলাকায় লাল পতাকা উঁচিয়ে দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বৈরী আবহাওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এরই মধ্যে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। তা ছাড়া চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আগামী দু-তিন দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, উপকূলজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে। ২৬, ২৭ কিংবা ২৮ মের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।

এদিকে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের আনাগোনা দেখা যায়। সমুদ্রসৈকতে গোসলে নামতে পর্যটকদের সতর্কতা জারির পাশাপাশি জেলা প্রশাসন বালুচরে লাল পতাকা উঁচিয়ে দিয়েছে।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডের সদস্যরা এবং বিচকর্মীরা সতর্ক রয়েছেন।

বায়ুদূষণ বেড়েছে ঢাকায়, বিপর্যস্ত কায়রো

ঢাকার তাপমাত্রা কমবে

বায়ু দূষণে তৃতীয় স্থানে ঢাকা, শীর্ষে দিল্লি

ঢাকায় সকালে তাপমাত্রা আবারও ১৬ ডিগ্রির ঘরে

সকালে সূর্যের দেখা নেই, কুয়াশাচ্ছন্ন ঢাকার আকাশ

ঢাকায় বেড়েছে বায়ুদূষণ, দুর্যোগপূর্ণ অবস্থায় কাবুল

পৌষ মাসে নেই শীতের দেখা, বেড়েছে ঢাকার তাপমাত্রা

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

বিশ্বব্যাংকের প্রতিবেদন: দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণে বছরে প্রাণ হারাচ্ছে ১০ লাখ মানুষ

ঢাকার বাতাস সবার জন্য অস্বাস্থ্যকর, আজও দূষণে শীর্ষে দিল্লি