ভারতের গুয়াতলায় অবস্থিত অটরামঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যে ৮১ বছর পরে একটি বাঘ দেখা গেছে। এর আগে সর্বশেষ ১৯৪০ সালে এখানে বাঘ দেখা যায়। বাঘটি ইয়াওয়াতমালের টিপেশ্বর অভয়ারণ্য থেকে খাবারের সন্ধানে প্রায় ৩৩০ কিলোমিটার দূরের এই অভয়ারণ্যে এসেছে। অটরামঘাট অভয়ারণ্যের কর্মকর্তারা সংবাদ সংস্থা পিটিআইকে এ তথ্য জানিয়েছে।
কর্মকর্তাদের ধারণা, এটি একটি পুরুষ বাঘ। ১১-১২ মার্চ বাঘটি এ অভয়ারণ্যে এসেছে। ১৫ ই মার্চ এটি বনের ক্যামেরায় ধরা পড়ে। তবে বাঘটি কোন পথে এতদূর এসেছে তা জানা যায়নি।
বাঘটির উপর নজর রাখতে সাতটি দল গঠন করেছে অভয়ারণ্য কর্তৃপক্ষ। গুয়াতলা শিকার ধরার একটি উপযুক্ত জায়গা। বাঘটি বুনো শুয়োর শিকার করেছে বলেও ক্যামেরায় ধরা পড়েছে।
বন্যপ্রাণী বোর্ডের সদস্য যাদব তারতে পাতিল বলেন, ‘একটি বাঘ আশেপাশের ২ হাজার কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে। এই বিস্তৃত এলাকাকে বাঘের আবাসভূমি হিসাবে ঘোষণা করা উচিত। যে পথে প্রাণীরা নিয়মিত যাতায়াত করে তার রক্ষণাবেক্ষণও প্রয়োজন।’
আরও পড়ুন