হোম > বিনোদন > টেলিভিশন

আইসিইউতে অভিনেতা মুশফিক ফারহান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মুশফিক ফারহান। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ছোট পর্দার অভিনেতা মুশফিক ফারহান। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। হাসপাতাল থেকে অভিনেতার অসুস্থতার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নির্মাতা দীপু হাজরা।

দীপু হাজরা জানান, জ্বরে ভুগছিলেন মুশফিক ফারহান। গতকাল শুক্রবার জ্বরের মাত্রা বেড়ে গেলে রাতে তাঁকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তী সময়ে উত্তরার হাসপাতাল থেকে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় ফারহানকে। বড় ধরনের বিপদ এড়াতে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে তাঁকে।

মুশফিক ফারহান। ছবি: সংগৃহীত

হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আশঙ্কামুক্ত আছেন অভিনেতা। এখন তাঁর অবস্থা অনেকটা ভালো। দু-এক দিনের মধ্যেই কেবিনে স্থানান্তর করা হবে মুশফিক ফারহানকে। নির্মাতা দীপু হাজরা বলেন, ‘হাসপাতালে ফারহানের সঙ্গে আমার দেখা হয়েছে, কুশলাদি বিনিময় হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত। সুস্থ হওয়ার পর তিনি শুটিংয়ে ফিরবেন।’

জানা গেছে, আজ রুবেল আনুশের পরিচালনায় একটি নাটকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ফারহানের। নাটকে তাঁর সহশিল্পী ছিলেন সাফা কবীর। কিন্তু ফারহানের অসুস্থতার কারণে বাতিল করা হয়েছে নাটকের শুটিং।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিটিভিতে ‘প্রথম ভোট’

মঞ্চে আসছে নতুন দলের নতুন নাটক ‘দ্য সি অব সাইলেন্স’

হঠাৎ সৎ হওয়ার পরিণতির গল্পে নাটক ‘কাঁটা ২’

স্বপ্নদল ও ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন স্মরণোৎসব

ব্যঙ্গনাট্য ‘তার্ত্যুফ’ মঞ্চে আনছে থিয়েটারিয়ান

বেড়েছে পারিবারিক গল্পের জনপ্রিয়তা

ছোটপর্দার আলোচিত ঘটনা

টিভি ও ওটিটির আলোচিত নতুন মুখ

বড়দিনের টিভি আয়োজন

মঞ্চে আসছে শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’