হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

নির্মাণের আগেই ১০০০ কোটি রুপির প্রস্তাব ‘পুষ্পা’র সিক্যুয়ালের 

‘পুষ্পা: দ্য রাইজ’ এর তুমুল জনপ্রিয়তার পর দর্শকেরা অপেক্ষায় আছেন সিনেমাটির নতুন কিস্তির জন্য। ইতিমধ্যে এর সিক্যুয়াল নির্মাণে হাত দিয়েছেন পরিচালক সুকুমার। ‘পুষ্পা: দ্য রুল’ নামের সিক্যুয়ালটির ঘোষণা আগেই দেওয়া হয়েছিল। 

এর মধ্যেই শোনা গেল নতুন খবর। ১০০০ কোটি রুপির বিনিময়ে সিনেমাটির সকল ভাষার প্রেক্ষাগৃহ স্বত্ব কেনার প্রস্তাব দেওয়া হয়েছে। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

 ২০২১ সালে ভারতজুড়ে বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে ‘পুষ্পা: দ্য রাইজ’। সিনেমাটির মাধ্যমে করোনা মহামারির ধাক্কা কাটিয়ে ফের হলমুখী হয় দর্শক। এই রেশ ধরে রাখতে বর্তমানে চলছে দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’ নির্মাণের তোড়জোড়। 

‘পুষ্পা: দ্য রুল’ এর পরিসর আরও বড় হচ্ছে। বাজেটও প্রথম পর্বের তুলনায় অনেক বেড়েছে। আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাদ ফাসিল—প্রত্যেকেই থাকছেন দ্বিতীয় পর্বেও। এবারও থাকবে একটি চমৎকার আইটেম গান। সামান্থা এবার আইটেম গানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর কে হবেন বিকল্প, চলছে খোঁজাখুঁজি। 

এমন পরিস্থিতিতে খবর এল—‘পুষ্পা: দ্য রুল’ সিনেমার বিশেষ চরিত্রে থাকবেন সাই পল্লবী। ‘প্রেমাম’, ‘কালি’, ‘মারি ২ ’, ‘শ্যাম সিংহ রায়’ কিংবা ‘গার্গি’তে তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। ভালো নাচতেও জানেন তিনি। তবে পুষ্পায় সাই পল্লবী কিন্তু সামান্থার বিকল্প হিসেবে আসছেন না। আইটেম গানে নাচবেন না তিনি।

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে