হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

ট্রেলারেই থালাপতি বিজয়ের বাজিমাত

দক্ষিণের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত ও আলোচিত সিনেমা ‘ভারিসু’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। আজ বুধবার ট্রেলারটি মুক্তির পরেই এটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

ট্রেলারে দেখা গেছে সিনেমাটি একটি বড় যৌথ পরিবারের গল্প। এতে নায়কের চরিত্রে অভিনয় করছেন বিজয়। পরিবারের বাবার চরিত্রে রয়েছেন শরৎকুমার। তাঁর তিন ছেলে বিজয়, শ্যাম ও শ্রীকান্ত। সুখী ওই পরিবারে দ্বন্দ্ব তখন আসে, যখন শরৎকুমারের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী প্রকাশ রাজ পুরো পরিবারকে সরিয়ে দিতে চায় এবং ধ্বংস করে দিতে চায় তাদের ব্যবসা। পরিবারকে বাঁচাতে প্রকাশ রাজের সঙ্গে লড়াইয়ে নামেন বিজয়। 

ইতিমধ্যে ট্রেলারের একটি ডায়ালগ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। একটি দৃশ্যে প্রকাশ রাজকে উদ্দেশ্য করে বিজয়কে বলতে শোনা যায় ‘ক্ষমতা সিংহাসনে থাকে না স্যার। যিনি সিংহাসনে বসেন, তিনিই ক্ষমতা চালান।’ 

বহু প্রতীক্ষিত ও প্রত্যাশিত ছবি থালাপতি বিজয়ের ‘ভারিসু’ নতুন বছরের ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবিটি একই দিনে ‘ভারাসুডু’ নামে তেলুগুতেও মুক্তি পাচ্ছে। ভারিসু পরিচালনা করেছেন পরিচালক বামশি পৈদিপল্লী। থালাপতি বিজয়ের সঙ্গে রাশমিকা মান্দানাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। পার্শ্বচরিত্রে দেখা যাবে প্রকাশ রাজ, প্রভু, শরৎকুমার, শাম, খুশবু, সংগীতা ও যোগী বাবুকে।

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে