হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

যশের জন্মদিনে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ৩ ভক্তের মৃত্যু

দক্ষিণ ভারতের কন্নড় চলচ্চিত্রের সুপারস্টার যশের জন্মদিন আজ। প্রিয় অভিনেতার জন্মদিনে একের পর এক চমক থেকে সারপ্রাইজ দিতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তাঁর ভক্তরা। আর সেখানেই ঘটে এক বড় দুর্ঘটনা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ সোমবার কর্ণাটকের গদগ জেলায় অভিনেতার জন্মদিনের ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন তিনজন। তাঁদের নাম হনুমন্ত হরিজন, মুড়ালি নাদুভিনামনি এবং নবীন গাজি। তাঁদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে।

গদগ পুলিশ সুপার সংবাদমাধ্যমকে বলেন, ‘ব্যানারটি টাঙানোর সময় তিনজন বিদ্যুতায়িত হয়েছেন। সেই সঙ্গে তিনজন আহতও হয়েছেন। ব্যানারটিতে একটি ধাতব ফ্রেম ছিল, যা একটি তারের সংস্পর্শে আসে। ঘটনায় লক্ষ্মেশ্বর থানায় একটি মামলা করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করব।’

ঘটনাস্থল পরিদর্শনকারী শিরহাট্টির বিধায়ক চন্দ্রু লামানি বলেন, ‘আমরা জনসাধারণকে অনুরোধ করছি কোনো ধাতব ফ্রেমের ব্যানার না লাগাতে। আমি যশকে মৃত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য অনুরোধ করছি।’

কেজিএফ তারকা যশের জন্মদিন উদ্‌যাপনে প্রতিবছরই ভক্তদের উন্মাদনা নজর কাড়ে। ৪ জানুয়ারি টুইটারে (এক্স) যশ জানিয়েছেন, শহর থেকে দূরে থাকায় তিনি ৮ জানুয়ারি ভক্তদের সঙ্গে দেখা করতে পারবেন না।

কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ যশ। তিনি ২০০৭ সালে ‘জাম্বাদা হুডুগি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। অভিনেতা ‘রকি’ (২০০৮), ‘গুগলি’ (২০১৩) এবং ‘মি. এবং মিসেস রামচারী’র (২০১৪) মতো সিনেমায় অভিনয় দিয়ে দর্শকপ্রিয়তা লাভ করেন। ব্যবসাসফল ‘কেজিএফ’ সিরিজে রকি ভাইয়ের চরিত্রে অভিনয় তাঁকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়।

 

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে