মুক্তির অপেক্ষায় কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমা। তবে মুক্তির আগেই অভিনেতা পড়েছেন বিতর্কের মুখে। কদিন আগেই কমল হাসান মন্তব্য করেন, ‘ইন্ডিয়ান থ্রি’র অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই চটেছেন নেটিজেনরা। অনেকের মন্তব্য, তাহলে কি ভালো হয়নি ‘ইন্ডিয়ান টু’?
সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে কমল বলেছিলেন, ‘ইন্ডিয়ান থ্রি’ সিনেমার অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাতেই গুঞ্জন শুরু হয় ‘ইন্ডিয়ান টু’ তাহলে ভালো হয়নি। এই বিতর্কে এবার মুখ খুললেন কমল হাসান। গতকাল শনিবার কমল হাসান, শঙ্কর আর সিদ্ধার্থ উপস্থিত ছিলেন ‘ইন্ডিয়ান টু’র সংবাদ সম্মেলনে। সেখানেই কমল জানান এই সিনেমাটা তাঁর মনের খুব কাছের।
বিতর্ক থামাতেই এদিন কমল হাসান বলেন, ‘সাম্বর, রসম ভালো খাবার। কিন্তু সবাই অপেক্ষা করেন পায়েস খাওয়ার। আমিও সেটাই বোঝাতে চেয়েছি। ‘‘ইন্ডিয়ান টু’’ অবশ্যই ভালো। আমাদের সবার এত পরিশ্রম আছে এই সিনেমায়। ‘ইন্ডিয়ান থ্রি’ও এতটাই ভালো হবে বলে আমি মনে করছি।’