হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

নতুন বছরে নাগা চৈতন্যের ‘কাস্টডি’, টিজার প্রকাশ

নতুন বছরে ভক্তদের জন্য দারুণ উপহার নিয়ে এসেছেন জনপ্রিয় অভিনেতা নাগা চৈতন্য। তাঁর মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘কাস্টডি’র টিজার প্রকাশ পেয়েছে রোববার (১ জানুয়ারি)। পুলিশ অ্যাকশন ড্রামা, কাস্টডির ২৬ সেকেন্ডের টিজারের ঝলকে নাগা চৈতন্যকে অ্যাকশন সিক্যুয়েন্সসহ পুলিশের ভূমিকায় দেখা গেছে। সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক ভেঙ্কট প্রভু। 

এই ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন কৃতি শেঠি। আরও অভিনয় করেছেন— অরবিন্দ স্বামী, প্রিয়মণি, সম্পথ রাজ, শরথকুমার, প্রেমগি, ভেনেলা কিশোর এবং প্রেমী বিশ্বনাথ। ছবিটি প্রযোজনা করেছেন শ্রীনিবাস চিত্তুরি। 

প্রথমবারের মতো সংগীত পরিচালক ইলিয়ারাজা তাঁর ছেলে এবং জনপ্রিয় সংগীত পরিচালক যুবন শংকর রাজার সঙ্গে যৌথভাবে এই ছবিতে সংগীত পরিচালনা করেছেন। 

আগামী মে মাসের ১২ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। 

কীর্তি শেঠি এবং নাগা চৈতন্য এর আগে ২০২২ সালে ‘বাঙ্গারাজু’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। সম্প্রতি পিঙ্কভিল্লার সঙ্গে একটি কথোপকথনে কৃতি শেঠি বলেন, ‘এটি দ্বিতীয়বারের মতো আমার নাগা চৈতন্যের সঙ্গে কাজ করা। আমরা সম্ভবত আগামী মাসে শুটিং শুরু করব। আমি তাঁর সঙ্গে কাজ করার জন্য খুবই উচ্ছ্বসিত কারণ আমরা এরই মধ্যে একসঙ্গে কাজ করেছি। আমি জানি তাঁর সঙ্গে কাজ করা কতটা আনন্দের। আমি এইটার জন্য মুখিয়ে আছি। মানুষও আমাদের জুটিকে বেশ পছন্দ করেছে বলে মনে হচ্ছে...আমি মনে করি, দর্শকদের আরেকটি সুন্দর চলচ্চিত্র দেওয়া উচিত।’

নাগা চৈতন্যকে সর্বশেষ আমির খানের লাল সিং চাড্ডা চলচ্চিত্রে দেখা গেছে। এর মাধ্যমেই তাঁর বলিউডে অভিষেক হলো।

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে