হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

দুই দশক পর আবার প্রেক্ষাগৃহে রজনীকান্তের ‘বাবা’

ভারতের দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের বিখ্যাত চলচ্চিত্র ‘বাবা’ নতুন আঙ্গিকে ফের মুক্তি পাচ্ছে। দুই দশক পর আবার প্রেক্ষাগৃহে আসছে চলচ্চিত্রটি। রজনীকান্ত বেশ কয়েকবারই ‘বাবা’কে তাঁর প্রিয় সিনেমা বলে উল্লেখ করেছেন।

রজনীকান্তের জন্মদিন উপলক্ষে আগামী ১২ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে চলচ্চিত্রটি। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ কৃষ্ণ। রজনীকান্ত ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন—মনীষা কৈরালা, গৌন্দামণি, দিল্লী গণেশ প্রমুখ। চলচ্চিত্রের সংগীতায়োজন করেছেন এ আর রহমান।

পুনরায় মুক্তি উপলক্ষে সিনেমাটির নতুন ট্রেলার প্রকাশ করা হয়েছে। সিনেমাটির গুণগত মানে আরও পরিবর্তন আনা হয়েছে। দর্শকেরা ভালো ও গুণগত মানের অডিও এবং ডিজিটাল প্রিন্টে সিনেমাটিকে আবার নতুন করে দেখতে পাবেন। নতুন সংস্করণে সিনেমাটির দৈর্ঘ্যও কমানো হয়েছে।

সম্প্রতি রজনীকান্ত টুইটারে সিনেমাটির পুনরায় মুক্তি উপলক্ষে লেখেন, ‘এটি এমন একটি চলচ্চিত্র যা চিরকাল আমার হৃদয়ের সবচেয়ে কাছে থাকবে। ‘বাবা’র নতুন সংস্করণ শিগগিরই মুক্তি পাবে।’

ট্রেলারে নতুন সংযোজন করা একটি ফুটেজে, ভক্তদের উদ্দেশে রজনীকান্তকে বলতে শোনা যায়, ‘আমি আসছি।’ 

এই চলচ্চিত্রটি পরিবেশকদের কাছে তখন ১৭ কোটি রুপির রেকর্ড মূল্যে বিক্রি হয়েছিল।

 

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে