অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, অর্থাৎ এডিএইচডি রোগে আক্রান্ত হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল। অভিনেতা নিজেই জানিয়েছেন এই রোগের কথা। সম্প্রতি এক অনুষ্ঠানে এই রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি।
গত রোববার পিসভ্যালি স্কুলের উদ্বোধন করতে গিয়েছিলেন ফাহাদ। আর সেখানেই নিজের মানসিক এই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। ফাহাদ ফাসিল জানান, ৪১ বছর বয়সে তিনি প্রথম বুঝতে পারেন তাঁর ক্লিনিক্যালি অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রয়েছে।
সেই সময় ফাহাদ ফাসিল চিকিৎসককে প্রশ্ন করেছিলেন, ৪১ বছর বয়সে এই রোগ নিরাময় সম্ভব কি না। চিকিৎসক জানিয়েছিলেন, অল্প বয়সে এই রোগ ধরা পড়লে এর নিরাময় সহজ। আর বড়দের ক্ষেত্রে লক্ষণ বুঝে চিকিৎসার পদ্ধতি নির্ণয় করতে হয়।
প্রসঙ্গত, ফাহাদ মুখ খোলার পরেই চর্চায় উঠে এসেছে এই ডিসঅর্ডার বা মানসিক সমস্যার কথা। সাধারণ মানুষের কাছে এই সমস্যা স্বাভাবিক মনে হলেও একটা বয়সের পরে তা একেবারেই স্বাভাবিক নয়। শিশুদের মধ্যে এই প্রবণতা থাকলেও, বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই সমস্যা নিজে থেকেই চলে যায়। অনেক সময় ক্লিনিক্যাল অ্যাটেনশন ডেফিসিট বা হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার হলে চিকিৎসকের সাহায্য নেওয়ারও প্রয়োজন হতে পারে।