বক্স অফিসে চলছে ‘কল্কি’ঝড়, মুক্তির প্রথম তিন দিনেই ৪০০ কোটি রুপির বেশি ব্যবসা করল প্রভাস-দীপিকা অভিনীত ‘কল্কি ২৮৯৮ এডি’। গতকাল রোববার প্রযোজনা প্রতিষ্ঠান বৈজয়ন্তী মুভিজ ইনস্টাগ্রামে জানায় যে, তিন দিনেই সিনেমাটির গ্রস বক্স অফিস সংগ্রহ ৪১৫ কোটি রুপি।
‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমা পরিচালনা করেছেন নাগ অশ্বিন। অমিতাভ বচ্চন, কমল হাসান, প্রভাস, দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটি সমালোচক ও দর্শকমহলে প্রশংসিত হয়েছে। গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ থাকায় দুশ্চিন্তায় ছিলেন নির্মাতারা। তবে ম্যাচ থাকা সত্ত্বেও সেদিনের বক্স অফিস সংগ্রহও ছিল বেশ ভালো।
মহাভারতের আখ্যান ও ভবিষ্যতের পৃথিবীকে প্রেক্ষাপটে রেখে এই কল্পবিজ্ঞাননির্ভর সিনেমার গল্প বুনেছেন নির্মাতারা। এতে অত্যাধুনিক মানের প্রযুক্তি ও ভিএফএক্স ব্যবহার করায় খরচও হয়েছে প্রচুর। প্রায় ৬০০ কোটি রুপি ব্যয়ে তৈরি হয়েছে এটি।