হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

আইভরি রঙের জর্জেট শাড়িতে নজর কাড়লেন ম্রুণাল

সঞ্জয় লীলা বানসালির বিগ বাজেট ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ মুক্তির আর মাত্র কয়েক দিন বাকি। এর আগেই গত বুধবার বিশেষ প্রদর্শনের আয়োজন করা হয়। সালমান খান থেকে ক্যাটরিনা কাইফ, রেখা, অনন্যা পাণ্ডেসহ হাজির ছিলেন একাধিক তারকা। সেখানে হাজির হয়েছিলেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আইভরি রঙের জর্জেটের শাড়িতে চোখধাঁধানো লুকে ধরা দিয়েছেন তিনি।

শাড়ির সঙ্গে খুব হালকা মেকআপে ধরা দেন তিনি। ঢেউখেলানো চুল, চোখে স্মোকি আই মেকআপ, ন্যুড লিপস্টিকে দেখা গেছে অভিনেত্রীকে। ম্রুণালের ছবি দেখে প্রশংসায় ভাসিয়েছেন নেটিজেনরা।

ডিজাইনার মৃণালিনী রাওয়ের ব্র্যান্ড থেকে এই শাড়ি বেছে নিয়েছেন নায়িকা। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শাড়ির দাম ১ লাখ ৫৬ হাজার রুপি। আর ব্লাউজের দাম ৫২ হাজার রুপি।

শাড়িতে আইভরি রেশম, জারদৌসি, মুক্তোর হ্যান্ড এমব্রয়ডারি করা বর্ডার দিয়ে স্ক্যালপস রয়েছে। আইভরি স্লিভলেস প্লাঞ্জ নেকলাইন ব্লাউজ পরেছেন তিনি।

ম্রুনালকে ২০২৩ সালের ব্যবসাসফল সিনেমা ‘হাই নান্না’ এবং ‘দ্য ফ্যামিলি স্টার’ এ দেখা গেছে। সঞ্জয় লীলা বানসালির পরবর্তী প্রযোজনা ছাড়াও শিগগিরই তিনি হিন্দিতে ‘পূজা মেরি জান’ সিনেমায় অভিনয় করবেন।

দক্ষিণী ছবির হিট নায়িকা তিনি। এখন চুটিয়ে কাজ করছেন বলিউডেও। ছোট পর্দার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন এই অভিনেত্রী। ‘সীতা রামাম’, ‘হাই নান্না’র মতো জনপ্রিয় দক্ষিণী ছবিতে দেখা গেছে তাঁকে। শাহিদ কাপুরের সঙ্গে ‘জার্সি’ ছবিতেও নজর কেড়েছিলেন তিনি।

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে