দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের জন্মদিন আজ। ৪২তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে তাঁর মুক্তিপ্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার টিজার। টিজারে আবারও পুষ্পরাজ চরিত্রে ধরা দিলেন আল্লু। মুক্তির প্রথম চল্লিশ মিনিটে টিজারটি দেখা হয়েছে ২০ লাখ বারের বেশি।
এক মিনিটের টিজারে একটি মন্দির উৎসবের বিশাল সেট-আপ দেখানো হয়েছে। সেখানে শাড়ি পরা, হাতে ত্রিশূল নিয়ে হাঁটতে দেখা গেছে পুষ্পরাজ আল্লুকে।
টিজার লিঙ্কটি শেয়ার করে আল্লু অর্জুন লিখেছেন, ‘জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই! আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। দয়া করে টিজারটিকে আমার ধন্যবাদ হিসেবে নিয়ে নিন!’
মিথ্রি মুভি মেকার্স এবং সুকুমার রাইটিংস দ্বারা যৌথভাবে প্রযোজিত, ‘পুষ্প: দ্য রুল’-এর সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। চিত্রগ্রাহক মিরোস্লো কুবা ব্রোজেক।