হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

চার দশকে ৭৫০ সিনেমায় অভিনয়, প্রয়াত তেলুগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও

বিনোদন ডেস্ক

কোটা শ্রীনিবাস রাও। ছবি: সংগৃহীত

দুই দিন আগেই নিজের জন্মদিন পালন করেছিলেন অভিনেতা। ১০ জুলাই ছিল তাঁর ৮৩তম জন্মদিন। আর ১৩ জুলাই রোববার সকালে এল তাঁর প্রয়াণের খবর। চলে গেলেন তেলুগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। রোববার হায়দরাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। অভিনয় ক্যারিয়ারের চার দশকের বেশি সময়ে ৭৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের কাঙ্কিপাদুতে জন্ম শ্রীনিবাসের। বাবা সীতারামা অঞ্জনেয়ুলু ছিলেন পেশায় চিকিৎসক। সে কারণে ছোটবেলা থেকে তাঁরও স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। কিন্তু বড় হয়ে অভিনয়ই হয়ে ওঠে ধ্যানজ্ঞান। মঞ্চনাটক দিয়ে অভিনয়ে হাতেখড়ি।

১৯৭৮ সালে তেলুগু সিনেমা ‘প্রণাম খারিদু’ দিয়ে বড়পর্দায় অভিষেক। খলনায়কের চরিত্রে তিনি বেশি জনপ্রিয়তা পান। তবে কমেডি ও ইমোশনাল চরিত্রেও সমান জনপ্রিয়তা পান কোটা শ্রীনিবাস।

পরবর্তী সময়ে তামিল, হিন্দি, কন্নড়, মালয়ালম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। ‘আহা না পেল্লান্ত’, ‘প্রতিগতানা’, ‘কয়েদি নম্বর ৭৮৬’, ‘শিবা’, ‘যমলীলা’, ‘রক্ত চরিত্র’, ‘ইডিয়ট’, ‘গণেশ’, ‘গোবিন্দা গোবিন্দা’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য কাজ। রামগোপাল ভার্মার ‘সরকার’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য বেশি পরিচিত কোটা শ্রীনিবাস রাও।

২০১৫ সালে ভারতীয় সিনেমায় অবদানের জন্য ভূষিত হন পদ্মশ্রী সম্মাননায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিও করেছেন। ভারতীয় জনতা পার্টির সদস্য শ্রীনিবাস ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত অন্ধপ্রদেশের বিধায়ক ছিলেন। তেলুগু চলচ্চিত্রজগত এই কিংবদন্তীর মৃত্যুতে শোকস্তব্ধ।

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে