হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

প্রভাসের ভিলেন টালিউডের শাশ্বত

আগেই শোনা গিয়েছিল, প্রভাস-দীপিকার মেগা বাজেটের ‘কল্কি ২৮৯৮ এডি’তে থাকছেন টালিউড অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। কিন্তু অভিনেতাকে কোন ভূমিকায় দেখা যাবে, সেটা ছিল বড় চমক। প্রভাস, অমিতাভ, দীপিকার চরিত্রের লুক প্রকাশিত হলেও আড়ালে রাখা হয় শাশ্বতর চরিত্ররূপ।

তবে ইতিমধ্যে প্রকাশ্যে আসা টিজারে দুর্ধর্ষ অবতারে দেখা গেছে শাশ্বতকে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ছবিতে ভিলেন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। তাঁর লুকে বড় চমক রয়েছে। আগামী মাসে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি, কিন্তু তার আগে অভিনেতার লুক প্রকাশ্যে আনা হবে কি না, জানেন না শাশ্বতও।

আনন্দবাজারকে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, ‘এই ছবির অংশ হতে পারাই বিরাট ব্যাপার আমার কাছে। তবে চরিত্র, লুক কোনো কিছু নিয়েই এখন কথা বলার অনুমতি আমার নেই।’

শুধু ‘কল্কি’ নয়, নীরাজ পান্ডের নেটফ্লিক্স সিরিজ ‘খাকি টু’তেও শাশ্বত চট্টোপাধ্যায়কে খল চরিত্রে দেখা যাবে।

লালবাজারের গোয়েন্দা শবর দাশগুপ্ত বা ‘আবার প্রলয়’-এ পুলিশ অফিসার অনিমেষ দত্ত হিসেবেও যেমন গ্রহণযোগ্যতা আদায় করেছেন, ভিলেনের চরিত্রেও তিনি সমান দক্ষ। সেই ‘কাহানি’র বব বিশ্বাস, কঙ্গনা রনৌতের ‘ধাকাড়’ আর কারিনা, টাবু, কৃতী শ্যাননদের ‘ক্রু’তে ধূসর চরিত্রে দেখা গেছে তাঁকে।

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে