হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার মুক্তি ঘিরে তামিলনাড়ুতে গোয়েন্দাদের সতর্কবার্তা 

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমা মুক্তি পেলে তুলকালাম কাণ্ড হয়ে যেতে ভারতের তামিলনাড়ুতে। এমনই তথ্য রয়েছে ভারতীয় গোয়েন্দাদের হাতে। তাই পরিচালক সুদীপ্ত সেনের সিনেমা মুক্তি ঘিরে তামিলনাড়ু রাজ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

আগামী শুক্রবার ভারতে ‘দ্য কেরালা স্টোরি’ মুক্তি পাবে। সিনেমাটির ট্রেলার মুক্তির পর থেকেই বিতর্কের শুরু। সিনেমাটির মাধ্যমে কেরালার ধর্ম নিরপেক্ষ পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেন কেরালার মুখ্যমন্ত্রীর পিনারাই বিজয়ন। সেই সঙ্গে কেরালার সরকার ও কংগ্রেসের পক্ষ থেকে সে রাজ্যে সিনেমাটি নিষিদ্ধ করার দাবিও তোলা হয়ে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘দ্য কেরালা স্টোরি’র পরিচালক সুদীপ্ত সেন ও প্রযোজক বিপুল শাহ জানান, সিনেমাটিতে কেরালা কিংবা মুসলিমদের বিরুদ্ধে কোনও প্রসঙ্গ এখানে আনা হয়নি। তাঁদের গল্পটি শুধুমাত্র সন্ত্রাসবাদীদের কেন্দ্র করে।

সিনেমাটির মুক্তি স্থগিত রাখতে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু গত মঙ্গলবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, ‘দ্য কেরালা স্টোরি’ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। তাই ছবিটির মুক্তি আটকানো যাবে না।

চারপাশে যখন সিনেমাটি নিয়ে এত বিতর্ক, ঠিক তখনই ‘জেএনইউ বিশ্ববিদ্যালয়ে’ বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ‘দ্য কেরালা স্টোরি’ দেখানো হয়। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিল।

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে