হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

সাত পাকে বাঁধা পড়লেন গৌতম ও মানজিমা

দক্ষিণের জনপ্রিয় তেলেগু অভিনেতা গৌতম কার্তিক। তাঁর দীর্ঘ নয় বছরের অভিনয় ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে বহু জনপ্রিয় সিনেমা। অপরদিকে, দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মনজিমা মোহন। এম. মুথাইবা পরিচালিত তামিল অ্যাকশন-ড্রামা ছবি ‘দেবারতাম’ মুক্তি পায় ২০১৯ সালে। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছিল। ছবিটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন অভিনেতা গৌতম কার্তিক ও মানজিমা মোহন। 

সিনেমার পর এবার ব্যক্তিগত জীবনেও জুড়ে গেলেন দক্ষিণের এই জুটি। আজ সোমবার চেন্নাইতে সাত পাকে বাঁধা পড়েছেন গৌতম ও মানজিমা। 

তিন বছর ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। গত অক্টোবরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তাঁরা। 

আজ ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করেছেন দুই তারকা। গৌতম ও মানজিমার ঘনিষ্ঠ বন্ধু, পরিবারের সদস্যদের উপস্থিতিতে ছোট পরিসরে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক মণিরত্নম, গৌতম মেনন, অভিনেতা বিক্রম প্রভু, আরকে সুরেশ, শিবকুমার, ঐশ্বরিয়া রজনীকান্ত প্রমুখ। 

গৌতম দক্ষিণের জনপ্রিয় অভিনেতা কার্তিকের ছেলে। মণিরত্নমের ‘কাদাল’ দিয়ে সিনেমায় অভিষেক হয় তাঁর। 

মানজিমা শিশুশিল্পী হিসেবে মালয়লাম সিনেমা দিয়ে কাজ শুরু করেন। এরপর ২০১৫ সালে ‘অরু ভাদাক্কান সেলফি’ সিনেমায় নায়িকা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। মালয়লাম, তামিল ছাড়াও তেলেগু ছবিতে দেখা গেছে তাঁকে। 

গত ১১ ফেব্রুয়ারি মনজিমা অভিনীত সিনেমা ‘এফআইআর’ মুক্তি পায়। বর্তমানে তিনি কাজ করছেন তেলেগু ভাষার সিনেমা ‘অক্টোবর ৩১ লেডিস নাইট’-এ। 

অন্যদিকে কার্তিক অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইয়াতা সাতাম’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা গত ১১ মার্চ মুক্তি পেয়েছে। বর্তমানে তিনি কাজ করছেন ‘১৬ আগস্ট ১৯৪৭’ শিরোনামের একটি সিনেমায়। 

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে