হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

প্রকাশ্যে ঐশ্বরিয়ার পন্নিয়িন সেলভানের ফার্স্টলুক

প্রায় ৫ বছর পর ‘পন্নিয়িন সেলভান’ দিয়ে পর্দায় ফিরছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। মণিরত্নম পরিচালিত এই তামিল ছবির কেন্দ্রীয় চরিত্র নন্দিনী ও তাঁর মা মন্দাকিনী দেবী এই দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া। 

আজ বুধবার (৬ জুলাই) লাইকা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টুইট করে ‘পন্নিয়িন সেলভান’ সিনেমায় ঐশ্বরিয়ার ফার্স্ট লুক প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে, ‘প্রতিহিংসার সুন্দর মুখ! পরিচিত হোন পাজুভোরের রানি নন্দিনীর সঙ্গে।’ সেই সঙ্গে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ফের মনে করিয়ে দেওয়া হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড় ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পিরিয়ডিক ড্রামা ‘পন্নিয়িন সেলভান’। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পন্নিয়িন সেলভান’ অবলম্বনে নির্মিত হয়েছে এই ছবি। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের একটি উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে, যখন শাসক পরিবারে ক্ষমতার লড়াইয়ের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক ভাঙন দেখা দেয়। সিনেমায় ঐশ্বরিয়া ছাড়াও কার্থি, বিক্রম, জয়ম রবির মতো অভিনয় শিল্পীরা রয়েছেন। 

মণিরত্নমের সঙ্গে ঐশ্বরিয়ার চতুর্থ ছবি এটি। এর আগে ১৯৯৭ সালে ‘ইরুভর’, ২০০৭ সালে ‘গুরু’ ও ২০১০ সালে ‘রাবণ’ সিনেমায় তাঁরা একসঙ্গে কাজ করেছেন। 

অতীত ভুলে নতুন অধ্যায় শুরু করলেন সামান্থা

‘পুরুষদেরও পিরিয়ড হওয়া উচিত’ বলে ট্রলের মুখে যা বললেন রাশমিকা মানদানা

বিজয়ের শেষ সিনেমার মুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটল

রাজামৌলির ভিলেন এবার পৃথ্বীরাজ

প্রভাসের নতুন সিনেমা মুক্তি পাবে বাংলা ভাষায়

গোপনে বাগদান সারলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা

তৈরি হবে ‘৯৬’-এর সিকুয়েল তবে শর্ত একটাই

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা দিলেন থালাপতি বিজয়

দক্ষিণি অভিনেতা মোহনলাল পাচ্ছেন দাদাসাহেব ফালকে পুরস্কার

জুঁই ফুলের মালার জন্য জরিমানা গুনতে হলো মালয়ালম অভিনেত্রীকে